স্ব-রচিত কবিতাঃ " একদিন ডানা মেলা পাখি হবো "

in আমার বাংলা ব্লগ26 days ago

07-07-2025

২৩ আষাঢ় , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20250707_011319_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ভালো না থাকলে আপনার কিছুই করতে ইচ্ছে করবে না। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই যেন নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হচ্ছি। তবে টেকনোলজি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই কিন্তু আমাদের মাঝ থেকে ক্রিয়েটিভ বিষয়গুলো হারিয়ে যাচ্ছে। টেকনোলজির উপরে অনেকটাই নির্ভর হয়ে পরেছি আমরা। তো যাইহোক, আজকে আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হলাম। কবিতা লেখা বরাবরই অনুভূতির বিষয়। এখন একটু দেরি করেই ঘুমায় বলতে গেলে। ঘুমআসছিল না তাই ভাবলাম একটা কবিতা লিখি।

কবিতায় ফুটে উঠেছে একজন কবির স্বাধীনভাবে বেচেঁ থাকার আকাঙ্খা। ঠিক যেমন পাখির মতো। পাখি যেমন স্বাধীনভাবে উড়ে বেড়ায় আকাশে। কবিও চাই পাখির মতো তার একটা জীবন হোক। যেখানে কোনো দুঃখ-কষ্ট থাকবে না।

একদিন ডানা মেলা পাখি হবো


একদিন ডানা মেলা পাখি হবো,
পূব আকাশে মুক্ত হয়ে ঘুরে বেড়াবো,
স্বপ্নগুলো হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলবো-
এইতো আমি আছি বেশ।

দুঃখকে পাত্তা দিতে নেই,
সুখের মুহূর্তটাই যেন উপভোগ করতে হয়।
ঠিক যেমন পাখির মতো,
খাচাঁর ভিতর থাকা পাখি,
স্বাধীনতা চাই, একটু মুক্ত আকাশে উড়ার!

উড়তে পারলেই যেন সে স্বাধীন!
কিন্তু সে জানেনা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে,
সবই প্রতিকূলতা উপেক্ষা করেই উড়ে বেড়ায়,
এক ডাল থেকে আরেক ডালে।

আমার জীবনটাও পাখির মতো হোক,
শত দুঃখ-কষ্ট ভুলে,
অজানা ঠিকানায় হারিয়ে যেতে চাই।
ছোট্র জীবনের সময়গুলো উপভোগ করতে চাই!

কিন্তু জীবন কি আর আমাদের সে সুযোগ দেয়?
জীবনের ঘন্টা কখন বেজে যায়, কে জানে?
প্রতিটা নিঃশ্বাসের সাথে জমে থাকা কষ্ট,
শিমুল তুলোর মতো উড়ুক আকাশে।

আরেকটুখানিক সময় না হয়,
নিজের মতো করে বাচঁলাম,
তাতে অবশ্য মন্দ হবে না!
পৃথিবীকে জানিয়ে বিদায় নিতে পারলেই-
আমি খুশি।
অন্তত আমি চাই পৃথিবী আমায় মনে রাখুক।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 26 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍

 25 days ago 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 25 days ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।