স্বরচিত কবিতাঃ " তুমি ভালো থেকো "

in আমার বাংলা ব্লগlast month

25-06-2025

১১ আষাঢ় , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20250625_230647_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য। অনেকদিন পর মনে হয় কবিতা লিখলাম। ভালো লাগার জায়গা থেকেই আসলে কবিতা লেখা হয়। হৃদয়ের যত অনুভূতি সবকিছু যেন কবিতার প্রতিটি ছন্দের প্রতিচ্ছবি। আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালোই লাগবে।

ভালোবাসার মানুষটা জীবন থেকে হারিয়ে গেলেও তার প্রতি ভালো লাগা থেকে যায়। হৃদয়ে জমে থাকা অজস্র স্মৃতি মেঘ হয়ে ভেসে বেড়ায় আকাশে। তবে ভালোবাসার এক অনুভূতি একদিন হয়তো মুছে যাবে বৃষ্টির ফোটাঁয়। তবুও ভালোবাসা বেচেঁ থাকে হৃদয়ের কোনে এক কোণে।

তুমি ভালো থেকো


আকাশে আজ ঘনকালো মেঘ জমেছে,
হৃদয়ের জানালায় তখন ঝরছে বৃষ্টি,
স্মৃতির পাতায় এখনো বন্ধী ভালোবাসা,
অতীতের যত কথা জমে আছে তা হৃদয়ে।

বিষাদের সুর নিয়ে একলা কাটছে জীবন,
শুধু তুমি নেই আজ আমার পাশে,
অথচ আমাদের এক সাথে থাকার ছিল,
একসাথে পথচলার অঙ্গীকার ছিল!

কিন্তু আজ তোমার আর আমার মাঝে বিস্তর ফারাক,
শুধু স্মৃতিগুলো রয়ে গেছে!
তোমার কি মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা?
মনে পড়ে হাটঁতে হাটঁতে কতো গল্প বলার কথা!

জানি, তোমারও মনে পরে স্মৃতিগুলো,
কিন্তু জানোতো, ভালোবাসাকে মুক্ত পাখির মতো উড়তে দিতে হয়,
আমিও দিয়েছিলাম তোমাকে উড়তে,
আমার খাচাঁয় ফিরলে কই?

তুমি ভালো থেকো,
মেঘেদের মন খারাপ হলে বুঝে নিও,
তোমাকে আমার খুব করে মনে পরছে,
তোমাকে খুব করে দেখার ইচ্ছে হচ্ছে!

আমি এখন বিষণ্ণ বিকেলে,
একা পথ ধরে হাটিঁ দূর থেকে বহুদূর,
হৃদয়ের বাহুডোরে শুধু তোমারই স্মৃতি,
একদিন হয়তো মুছে যাবে বৃষ্টির ফোটাঁয়,
হৃদয়ে জমা অজস্র স্মৃতি।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last month 

Upvoted! Thank you for supporting witness @jswit.