অনু কবিতা :-ভিন্ন ভিন্ন অনু কবিতা ।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।
আজকে আমি আপনাদের মাঝে কিছু অনু কবিতা শেয়ার করেছি। তবে আমি চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন কিছু অনু কবিতা লিখতে। এখানে আমি সফলতার জীবনের অনু কবিতাও লিখেছি। কারণ মানুষ জীবনে যদি সফলতা অর্জন করতে পারে তখন অনেক কিছু করতে পারে। আবার আমি এখানে ব্যর্থতার অনু কবিতা শেয়ার করেছি। কারণ ব্যর্থতা থেকে মানুষ ঘুরে জীবনে কিছু করতে পারে। আর ব্যর্থ হয়ে মানুষ যখন বসে থাকে তখন তার জীবন অন্ধকার হয়ে যায়। ব্যর্থতার মাঝেও আলাদা রাস্তা থাকে যেখানে আলো খুঁজে পাওয়া যায়। আর এইখানে আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখতে। আশা করি আমার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতাগুলো পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
অনু কবিতা :: ভিন্ন ভিন্ন অনু কবিতা ।
১
সময় এক অদ্ভুত কষ্টের ছায়া।
পাল্টে দেয় জীবনে অনেক কিছুর মায়া।
সময় এক স্রোতের ভিন্ন আকার ।
পাল্টে দেই রক্তের ভিন্নরকম আঁকার।
২
জীবনে অন্ধকার যতই ঘন
হোক সঠিক পথ থাকবে।
জীবনে মানুষের জন্য
একটি প্রদীপেই পথ দেখায়।
জীবনের আলো খুঁজতে হলে
ভিতরে আলোকে জাগাতে হবে।
মনের সূর্য উঠতে পারলে
জীবনের সূর্য উঠবে।
৩
হতাশার দেয়াল ভেঙে দাও
স্বপ্নের দরজা খুলবে তোমার।
স্বপ্নের দরজা খুলে দাও পাবে
তুমি রাজ্যে জয়ের দরজা।
আলো শুধু আকাশে নয়
মনের ভিতর আলো থাকে।
তোমার ভিতরে আলো জ্বালোও
পাবে তুমি সঠিক আলো।
৪
ব্যর্থ জীবনে ব্যর্থ কোন শেষ নেই
এটি জীবনের এক একটা পাঠ।
ব্যর্থ থেকে ঘুরে দাঁড়াতে পারলে
সফলতার মুখ দেখা যায়।
জীবনে হারিয়ে গেলে শিখে নাও
জয় করবে সামনে।
জীবনকে সুন্দর করার জন্যই
ব্যর্থ প্রয়োজন আলো প্রয়োজন।
৫
যেখানে থেমে গেছে
মানুষের স্বপ্নের পথ।
সেখানে তোমার স্বপ্ন শেষ নয়
পাবে তুমি নতুন পথ।
একটি ব্যর্থতা তোমার জীবনের
গুন্ডি নয় থাকবে আর এক রাস্তা।
জীবনের সব কিছু অন্ধকার
তারপরও আলোয় থাকে জীবনে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1973245548758179944?t=oosAuZ0c24bpOYvZ2Ui68w&s=19
আপনি এখন সবসময় খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকি। যেগুলো আমি প্রায় সময় পড়ে থাকি। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে। আশা করি আপনার লেখা অনু কবিতা সব সময় এভাবেই পড়তে পারবো ধন্যবাদ এই অনু কবিতা গুলো শেয়ার করার জন্য।
অনু কবিতা আমার কাছে পড়তে খুব ভালো লাগে। বিভিন্ন অনুভূতি নিয়ে কবিতা লিখলে বেশি সুন্দর হয়। আপনার আজকের লেখা সবগুলো অনু কবিতা পড়ে খুব ভালো লাগছে। ছন্দ গুলো খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ।