অনু কবিতা :-আমার লিখা কিছু অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ5 days ago

IMG_20250702_151741.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।

আজকে আমি খুব সুন্দর সুন্দর ভিন্নরকম কিছু অনু কবিতা লিখেছি। আমার লিখা অনু কবিতাগুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি অনু কবিতার মধ্যে সম্পূর্ণ আলাদা আলাদা অনুভূতি দিয়ে অনু কবিতা লিখেছি। চেষ্টা করেছি সবগুলো ভিন্ন অনুভূতি দিয়ে লিখে শেয়ার করার জন্য। তবে আমার প্রতিটি অনু কবিতার মধ্যে আলাদা আলাদা অনুভূতি আছে। আর আমার এই কবিতাগুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।

অনু কবিতা :: আমার লিখা কিছু অনু কবিতা।

তুমি ছিলে না মনে ছিলে
আবার অন্তরে আমার।
শত ভিড়ের মাঝে এখন তো আমার
স্পর্শ করে নাই তোমার হৃদয়।

শব্দাহীন ডাক বলে হৃদয়ের কথা
শুধু বলে ভালোবাসা।
চোখে চোখ নয় বলে
গেলো হৃদয়ের ভালোবাসা।


তোমার চোখে চোখ পড়তেই
থেমে গেলো সময়টা
তোমার হাসির মধ্যে লুকিয়ে
ছিলো সব সুন্দরময়।

তোমার ভালোবাসা কি
আমার মন বোঝাতে চায়।
আমি বলি ভালোবাসি
তোমার মনটা কি কয়।


তুমি আছো বলেই
এই সকালটা সুন্দর হয়।
তোমার কথা ভাবলেই মুছে যায়
আমার কষ্টের কারখানা।

দূরে থেকে দেখতেও তুমি
যে আমার খুব কাছে আসো।
আমার মনের প্রতিটা কোণে
তোমারই ছবি আঁকা আছে সব সময়।


তোমার একটুখানি মন খারাপ হলে
কষ্ট লাগে কলিজাতে আমার।
আমার দিনটাই যেন ভালো কাটে
সব সময় এই প্রার্থনা করি।

তোমার হাসির মধ্যে আছে
রোদের মতো আলো।
তুমি পাশে থাকলে আমার কাছে লাগে
পৃথিবীটা অনেক ভালো।


আমি সকাল সন্ধ্যা খুঁজি তোমায়
শীতলতায় শুধু খুঁজি তোমায় আমি।
এবং বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে খুঁজি তোমায়
ভালোবাসা সুন্দর মুহূর্ত দিয়ে।
তুমি শীতল মনে সুন্দর অনুভূতি দিয়ে মনে রেখো আমায়
তুমি ভালোবাসার বন্ধনে জাগো আমায়।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 5 days ago 

IMG_20250804_194331.jpg

 4 days ago 

ভাইয়া আপনার স্বরচিত কিছু অণুকবিতা কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।