স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
তাইতো আজ হয়েছি পথভ্রষ্ট।
দিন যত যাই হয় ততই নষ্ট
বেড়ে দ্বিগুণ হয় মনের কষ্ট।
মন জুড়ে কষ্ট শুধু কষ্ট
নানান টেনসনে মাথা হয় নষ্ট।
কিছু অব্যক্ত কথা নিরাশ করে বারবার।
কষ্টের অনুভূতিগুলো বলবার মত জায়গা নেই
যাকে বলব, বোঝার ক্ষমতা নেই তার।
তাইতো আঘাতের পরিমাণটা আরো বেশি
হৃদয়ের বোকা কান্না গুমড়ে মরে দিবানিশি।
হয়তো এভাবেই যাচ্ছে দিন যাচ্ছে সময়
কখন জানি থমকে যাবে জীবন নাটকের সকল অভিনয়।
টুকরো টুকরো কাচের মত
ভেঙে দিয়েছো তার মন।
ভেঙে ফেলেছো হৃদয় খানা
যেখানে ছিল তোমার সম্মানের আসন।
আজ তুমি সেখান থেকে অনেক দূরে
দূর থেকে বহুদূরে দুজনের মন।
পর হয়ে গেছে সে, যে ছিল আপন।
জানি বড় আফসোস হয়
আজ নিজের ভুলের নিজেরি ক্ষয়।
সেজে উঠুক আজকের দিন।
তোমার জীবনটা হোক পুষ্পে ভরা
হয়ে উঠুক আরও হাসি আনন্দে রঙিন।
ভরে উঠুক তোমার মন
ভালোবাসা আনন্দে পুষ্পের মিষ্টি গন্ধে।
হৃদয় বলে ভালোবাসি বন্ধু
প্রেম বিরহের কবিতার ছন্দে ছন্দে।
আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা ভীষণ সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে কবিতা গুলো পড়ে। বিশেষ করে শেষের অনু কবিতা টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
বিভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতাগুলো চমৎকার হয়েছে। অনু কবিতা গুলো আবৃত্তি করে বেশ ভালো লাগলো। কবিতা হলো মনের অনুভূতি প্রকাশ করার চমৎকার মাধ্যম। ছন্দে ছন্দে অনু কবিতা গুলো চমৎকার হয়েছে আপু। আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। আসলে ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। আর অনু কবিতাগুলো এমনিতে মন দিয়ে লিখলে অসাধারণ হয়। ধন্যবাদ আপনাকে ভিন্ন ভিন্ন ধরনের অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো বেশ দারুণ কিছু কবিতা লিখেছেন।প্রতিটা কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম।১নং,২ নং কবিতাটি আমার বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপু দারুন কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন পড়ে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকেন৷ সব সময় আপনার অনু কবিতাগুলো আমি পড়ার চেষ্টা করি৷ আজকেও আপনি খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ একের পর এক কবিতাগুলোর লাইনের সামঞ্জস্যতা যেভাবে বজায় রেখেছেন তা যেমন সুন্দর হয়েছে এখানে আপনি দ্বিতীয় নাম্বারে যে অনু কবিতা শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷
বাহ! দারুণ অনুকবিতা লিখেছেন আপু। প্রত্যেকটা অনুকবিতা পড়তে ভালো লেগেছে।