স্বরচিত একগুচ্ছ বিরহ অনু কবিতা
আসসালামু আলাইকুম
প্রিয়জনাকে হারিয়ে ফেলার বিষে
মনে হয় যেন আর জেগে নেই এই ধারায়
কবে কখন মাটির সাথে গেছি মিশে।
বিলীন হয়ে গেছে মনের ভালোবাসা
এই বুক জুড়ে শুধু আজ নিরাশা।
বর্ষার বারিধারার অথৈয় জলের স্রোতে
আমার ভালোবাসা হারিয়ে গেছে এক নিমিষে।
রয় না সারা জীবন
তার বাস্তব প্রমাণ দেখেছে এই মন।
দেখেছে কত হৃদয় ভাঙ্গা আর্তনাদ
যে প্রেম ছিল মধুর
সীমিত সময়ের হারিয়ে ফেলেছে প্রেমের স্বাদ।
দেখেছি কত উন্মাদ প্রেমিক
ভালোবেসেছে মন প্রাণ উজাড় করে
পেল না তার প্রতিদান।
পেয়েছে শুধু অবহেলা
কারণে অকারনে দিত জালা
সত্যি কারের মন বুঝেনি প্রিয়জন।
মরীচিকার কালো আঁধারে ঢাকা
সেখানে নেই কোন সুখ-শান্তি
আছে শুধু অবিরাম বিরহ গ্লানি
আছে কিছুটা আবেগ অনুভূতি ভালোলাগা
তাও সে সীমিত সময়ের জন্য।
আজকের ভালবাসা লাগে জঘন্য
জীবনকে সে আর করতে পারে না ধন্য।
আবেগের অতল গভীরে হারিয়ে যায়
রক্ত ভান্ডার রূপে খুজে পাই পাপের সাগর।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার অনুভূতিমূলক অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে ভালো লাগে। এটা সত্যি বলেছেন ভালোবাসা আবেগের দ্বারা হয় না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
তাহলে বুঝতে পেরেছেন। পাশে থাকার জন্য ধন্যবাদ
মানুষের জীবন পরিপূর্ণ নয় ভালোবাসা থাকলে তার ভিতরে নিরাশাও থাকবে এটাই স্বাভাবিক। যাইহোক আপনার একগুচ্ছ কবিতার মধ্যেও আমার প্রথম কবিতাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য।
খুব সুন্দর মন্তব্য করেছেন
প্রিয়জন হারিয়ে গেলে আমরা নিজেকেই হারিয়ে ফেলি।সকল আশায় নিরাশা হয়ে যায়।
আপু আপনি আজকে খুব সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি কবিতার মাধ্যমে বাস্তবতা ফুটে উঠেছে।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
কবিতার অর্থ বুঝতে পেরেছেন
আপু না বুঝলে কমেন্ট করতাম না। কবিতা পড়ে তারপর কমেন্ট করেছি।
মাঝে মাঝে সুমন ভাইয়া অনেক সুন্দর সুন্দর বিরহের কবিতা লেখে। আপু আপনি আজকে অনেক সুন্দর সুন্দর বিরহের কবিতা লিখেছেন। বিরহের এরকম ছোট ছোট অন্য কবিতা গুলো পড়ে আমার তো ভীষণ ভালো লাগলো। সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। কখনো ভালোবাসা অনেক ভালো আবার কখনো অনেক খারাপ। যাইহোক ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো
অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই কবিতা আবৃত্তি করে। আজকে আপনি খুব সুন্দর ভাবে বেশ কিছু আনু কবিতা লিখে আমাদের মাঝে প্রকাশ করেছেন। কবিতাগুলো আমার কাছে দারুন মনে হয়েছে।
প্রশংসা করার জন্য ধন্যবাদ
আপু আপনি বিরহের খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। মানুষের জীবনে ভালোবাসা যেমন রয়েছে তেমনি বিরহও রয়েছে। ভালোবাসার মানুষকে হারিয়ে বিরহে জীবন কাটানো খুবই কষ্টকর। যাই হোক আপনার প্রতিটা কবিতা খুব সুন্দর হয়েছে। এমনেতেই আমার কাছে অনু কবিতা পড়তে খুব ভালো লাগে তারমধ্যে বিরহ নিয়ে লেখা থাকলে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
খুব সুন্দর মন্তব্য করেছেন
প্রিয়জনকে হারানোর বেদনা সত্যিই অনেক কষ্টকর। আপনি বিরহের অনু কবিতা গুলো সুন্দর ভাবে লিখেছেন। মনের অনুভূতিগুলো যেন সুন্দরভাবে প্রকাশ করেছেন। ভালো লাগলো কবিতাগুলো।
বুঝতে পেরেছেন তাহলে
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে কিছু বিরহের অনু কবিতা লিখেছেন। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সত্যি বলতে আপনার অনু কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আর ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়।
আমি চেষ্টা করেছি একটু সুন্দর ভাবে লিখতে