স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তবে সেই সুন্দর অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনি উপস্থিত হয়েছি কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই আসুন ছোট ছোট কবিতাগুলো আবৃত্তি করি।
ঝিরিঝিরি বাতাসে খুজে পাই তোমার সুবাস।
ভালো লাগে তোমায় নিয়ে ভাবতে সারাক্ষণ
ভালোবাসার ভরিয়ে রেখো আমার দুই নয়ন।
অনুভবে তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি
মনের দেওয়ালে কল্পনাতে কত ছবি আঁকে।
স্বপ্ন তরী ভালোবাসা নিয়ে আমায় শুধু ডাকে।
খুঁজে ফিরি রঙিন স্বপ্ন প্রিয়জনের মাঝে
কোন আশায় ছোট্ট মনটা নতুন রং এ সাজে।
থেমে যায় আশার প্রদীপ নিভে যায় আলো
অনুভবে এখনো আমি অনেক বাসি ভালো।
লালের মাঝেও স্বপ্ন আমার হয়ে গেছে ক্ষয়।
খুঁজে ফিরি ঠিকানা তোমার হৃদয়ে রেখে একা
পাবো কি ফিরে আগের মত হবে কি আবার দেখা।
ভাবতে থাকি সারাটি ক্ষণ ভালোবাসাকে নিয়ে
মরীচিকা যেন বাসা বেধেছিল রঙিন স্বপ্ন নিয়ে।
যত্ন করে রেখে দিও আমার এই অন্তর।
স্যপে দিলাম মনটা আমার তোমার মনের ঘরে।
সকাল বিকাল সাঁঝের বেলায় তোমায় মনে পড়ে।
তুমিও কি এমনি করে আমায় মনে রাখো
হৃদয় মাঝে রঙিন খাবে আমার ছবি আঁকো?
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
অনেক সুন্দর অনুভূতি নিয়ে আপনি কবিতাগুলি রচনা করেছেন। প্রতিটি কবিতা অনেক সুন্দর এবং ছন্দময় হয়েছে। শেষের কবিতাটি আমার অনেক বেশি মন ছুয়ে গেছে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আজকে আপনি খুব সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতার মধ্যে নিজের সুন্দর ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। তবে মনের অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতায় লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার অনু কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ সবসময় আপনার কাছ থেকে অনেক সুন্দর কিছু অনু কবিতা পড়ে আসছি৷ আজকেও যেভাবে আপনার কাছ থেকে এত সুন্দর অনু কবিতা পড়লাম তা পড়ে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে ও পড়ে খুবই খুশি হলাম৷ একই সাথে এখানে এই অনু কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে দ্বিতীয় অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷