কবিতা পোস্ট- স্ব-রচিত- কবিতা- প্রেম

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

বন্ধুরা বলেন তো সবাই কেমন আছেন? আমার কিন্তু মনে হচেছ আপনারা সবাই বেশ আনন্দে আছেন এবং ভালো আছেন। আমিও কিন্তু শত ব্যস্ততার মাঝেও ভালো আছি। আর ভালোই বা থাকবো না কেন বলেন তো। আমার তো আপনারা আছেন সুখে দুখের সাথী হয়ে তাই না? আমি কিন্তু আপনাদের সবার প্রিয় সেই @maksudakawsar। আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন কোন কিছু শেয়ার করার জন্য।

প্রেম কথাটি বা শব্দটি যাই বলি না কেন আমাদের কাছে কিন্তু বেশ পরিচিত। প্রেম কি শুধু একজন ছেলে বা মেয়ের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যেই সীমা বদ্ধ। না, প্রেমে হতে পারে মহান সৃষ্টিকর্তার সাথে। অথবা প্রেম হতে পারে মানুষের সাথে মানুষের প্রেম। কিন্তু আজকাল যেন প্রেম কথাটির অর্থই আমাদের মাঝ হতে হারিয়ে গেছে। হারিয়ে গেছে প্রেমের সঠিক ব্যখ্যা। এখন আর পৃথিবীর কোথাও প্রকৃত প্রেম বা প্রকৃত প্রেমিক খুঁজে পাওয়া যায় না। সবাই যেন প্রেমের মোহে ভাসছে। কিন্তু প্রেম কি বা কিসের মোহে সে সেই প্রেমে পড়েছে তার অর্থ বা কারন কেউ খুঁজে দেখে না।

আজ আমি আবার আসলাম। আপনাদের মাঝে প্রেম নিয়ে একটি কবিতা শেয়ার করার জন্য। আশা করি প্রেম নিয়ে আমার আজকের কবিতাটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তবে ভালো বা মন্দ যাই লাগুক না কেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের।

আর আজ আমি আপনাদের মাঝে আমার হারিয়ে যাওয়া মাকে নিয়ে একটি কবিতা শেয়ার করবো। আশা করি আপনাদের সবার কাছে আমার কবিতাটি ভালো লাগবে।

স্ব-রচিত- কবিতা.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

স্ব-রচিত কবিতা- প্রেম

প্রেমের টানে ভাসছে সবাই
খুজঁছে শুধু প্রেমিক মন
আসল নকল প্রেমি কি সেটা
যাচাই করছে কোন পাগল।।

প্রেমের নামে ভাঙ্গছে হৃদয়
মনের ভিতর নেই যে প্রেম
রূপ দেখে যে প্রেম করেছো
চিনবে কেমনে আসল প্রেম।।

জগৎ জুড়ে সবাই প্রেমিক
হৃদয় জুড়ে নেই কো প্রেম
আসল প্রেমিক খুজঁতে গেলে
দেখবে সবই মেকি প্রেম ।।

বিশ্বজুড়ে অনেক প্রেমিক
নেই কো যাদের প্রেমের জ্ঞান
অন্যের হৃদয় ভেঙ্গে দিয়ে
বলছে তারা কিসের প্রেম।।

সুখের সন্ধ্যানে ঘুরছে সবাই
দুঃখের জগেৎ নেই যে কেউ
তুবুও যে সুখ দেয় না ধরা
প্রেমের বিরহে সব ব্যাকুল ।।

কেমন লাগলো আপনাদের কাছে কবিতাটি? জানার অধির আগ্রহে বসে রইল।।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ আপু প্রেম নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রেমের কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে। আর আপনার কবিতায় কিছু চিরন্তন বাস্তব কথা তুলে ধরেছে। ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই আপনাদের জন্য কবিতাটি লেখার। জানিনা কেমন লাগলো আপনাদের কাছে। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব ভালো ছেলে আপু ভালো থাকবেন।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি পৃথিবীতে এখন প্রকৃত প্রেম বা প্রকৃত প্রেমিক খুঁজে পাওয়া খুব কষ্টের। প্রেম নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ও

 2 years ago 

আপু আপনাকেও ধন্যবাদ আমার কবিতাটি মনোযোগ সহকারে পড়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই আপু এখন আর পৃথিবীর কোথাও প্রকৃত প্রেম বা প্রকৃত প্রেমিক খুঁজে পাওয়া যায় না। সময়ের সাথে সাথে পাল্টে গেছে প্রেমের ও অর্থ ৷ যাই হোক , প্রেম নিয়ে লেখা কবিতা আপনার দারুণ হয়েছে ৷ অনেক সুন্দর লিখেছেন আপু ৷ আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

সত্যি কথা বলেছেন সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে প্রেমের অর্থ। ধন্যবাদ ভাইয়া বেশ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বর্তমান সময়ে প্রেম বলতে একটা ছেলে এবং একটা মেয়েকে মানুষ বেশি বুঝিয়ে থাকে। আসলে প্রেম ভালোবাসা শুধু একটা মেয়ে এবং ছেলের মধ্যেই অন্তর্ভুক্ত নয় এটা ব্যাপকভাবে ছড়িয়ে থাকে। প্রেম-ভালোবাসা সৃষ্টিকর্তার সাথে হতে পারে মা বাবার সাথে হতে পারে ভাই বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে। যা হোক আজকে আপনি নিজের লেখা প্রেম নিয়ে যে কবিতাটি লিখেছেন আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটা লাইন আপনি খুব চমৎকার ভাবে লিখেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবচেয়ে বড় কথা হল প্রেমের কোন নির্দিষ্টতা নেই। প্রেম নিয়ে আজকের লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রথমেই এত সুন্দর একটি কবিতা লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। প্রেম নিয়ে একদম বাস্তব চিত্র ফুটে তুলেছেন আপনার কবিতায় যা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে।তবে বাস্তব বিষয় নিয়ে কবিতা লেখা কিন্তু অনেক কঠিন। সেই কঠিন কাজটিকে আপনি সহজেই করে ফেলেছেন।

 2 years ago 

বাহ আপু বেশ সুন্দর একটি মন্তব্য করেছেন তো। পরেই তো হতভম্ব হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার কবিতাটির প্রশংসা করার জন্য।

 2 years ago 

আসলে প্রেম মহান সৃষ্টিকর্তার সাথেও হতে পারে। এখন সত্যি প্রকৃত প্রেমিক অথবা প্রেম দেখা যায় না। প্রেম নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম কবিতাগুলো লিখলে পড়তে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ আছে এটা বলতে হয়। এরকম কবিতাগুলো আপনার কাছ থেকে পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ভাইয়া আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমার আজকের এই কবিতাটি লেখা। বিশেষ করে প্রায় আপনি বান্ধবের মাধ্যমে আমাকে অনেক উৎসাহিত করে থাকেন। এজন্য আমি চির কৃতজ্ঞ ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।