কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "নিঃশব্দের ভিতর আমি'' || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

মানুষের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে, যখন চারপাশে সবাই থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভূত হয়। অন্যরা হাসিমুখে কথা বলে, পাশে থাকার ভান করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কাছে আসে কেবল নিজেদের প্রয়োজনেই। যখন সেই প্রয়োজন শেষ হয়ে যায়, তখন তারা ধীরে ধীরে দূরে সরে যায়। এই অভিজ্ঞতা মানুষকে ভীষণ নিঃসঙ্গ করে তোলে, মনে হয় জীবনে কিছুই অবশিষ্ট নেই। এমন পরিস্থিতিতে হৃদয়ে জমতে থাকে অজস্র অশ্রু, অগণিত না বলা কথা। রাতের নীরবতায় কিংবা দিনের ভিড়ে মনে হয় বুক ফেটে যাবে দুঃখের ভারে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে মন চায় দূরে কোথাও চলে যেতে—সবুজ পাহাড়ের কোলে, নদীর ধারে কিংবা নির্জন অরণ্যে। প্রকৃতির কোলে গিয়ে যেন বলা যায় সব ব্যথার কথা। প্রকৃতি যেন এক আশ্রয়স্থল, যেখানে নদীর কলতান, পাখির গান, বাতাসের ছোঁয়া, আকাশের মেঘ কিংবা ফুলের সুবাস—সব মিলিয়ে এক প্রশান্তির সান্ত্বনা এনে দেয়। মানুষের অবহেলা বা একাকীত্বের যন্ত্রণা যেখানে দূর হয়, সেখানে প্রকৃতিই হয়ে ওঠে বন্ধু, হয়ে ওঠে শ্রোতা। মাটির গন্ধ, ঝরনার স্বচ্ছ জল কিংবা রাতের আকাশের তারা মনের কষ্ট মুছে দিতে সাহায্য করে। এই অনুভূতির ভেতর দিয়ে যায় কবিতার কণ্ঠস্বর। এটি শুধু দুঃখ নয়, বরং প্রকৃতির প্রতি এক টান এবং আশার গল্প। দুঃখ কেটে যাবে, অশ্রু শুকিয়ে যাবে, আর একদিন আবার হৃদয় ভরে উঠবে নতুন আলোয়। আকাশের নিচে দাঁড়িয়ে মানুষ হাসতে পারবে মুক্ত মনে, সব যন্ত্রণা পেছনে ফেলে শান্তির পথে এগিয়ে যাবে।
চারপাশে মানুষ, তবু শূন্য লাগে প্রাণ,
হাসি মুখে সবাই, নেই মনের টান,
যখনই আসে তারা, আসে কেবল চাহিদায়,
প্রয়োজন ফুরোলেই ফেলে যায় নির্দয়তায়।।
মনে হয় আমি নিঃস্ব, মলিন এ ভুবনে,
বুক ভরা কষ্ট জমে আছে অন্তরে,
অশ্রুর স্রোতে ভিজে যায় নিশীথ রাত,
মনে জমে ওঠে অব্যক্ত কথার ভাঁট।।
চাই যে ছুটে যাই দূর অচেনা পথে,
সবুজ পাহাড় ডাকে কানে নীরব নোটে,
নদীর কলতান, বনপাখির গান,
হৃদয়ের ব্যথা মুছুক প্রকৃতির টান।।
আকাশে মেঘেরা ভেসে বলে সান্ত্বনা,
তারা জ্বলে আকাশে জাগায় প্রার্থনা,
ঝরনার জলে মিশে যাক দুঃখের স্রোত,
বাতাসের ছোঁয়ায় হোক অন্তর জ্যোতিষ্মত।।
একাকীত্ব সয়ে যাই, তবু আশা রাখি,
প্রকৃতির বুকে আমি পাই স্নিগ্ধ আঁকিঝুঁকি,
মাটির গন্ধ মুছে দিক হৃদয়ের দহন,
ফুলের সুবাস আনুক শান্তির আগমন।।
হয়তো একদিন এ বুক ভরা ব্যথা,
গলে যাবে নীরবে দুঃখের পথেতে,
তখন আমি হাসবো আবার আকাশ তলে,
মনের সব যন্ত্রণা হারাবে নির্জনে।।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
