একগুচ্ছ অনু কবিতা-✨ “নীরব আলোর অপেক্ষা”✨ || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
এই পাঁচটি অনু কবিতা একত্রে যেন এক হৃদয়ের অব্যক্ত ভালোবাসার সুর, যেখানে হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি, নীরব অপেক্ষা, আর ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা মিলেমিশে এক অনন্ত বিষাদের গল্প তৈরি করেছে। প্রতিটি কবিতাই যেন সময়ের বুক চিরে উঠে আসা এক নীরব আর্তনাদ—যেখানে শব্দ কম, কিন্তু অনুভূতি গভীর। প্রথম কবিতায় “রাত্রির চুপচাপ শব্দে” প্রিয়জনের অনুপস্থিতি এক নীরব সুর হয়ে বাজে হৃদয়ে। হারিয়ে যাওয়া মানুষটির উপস্থিতি এখন কেবল স্মৃতির প্রতিধ্বনি, তবু আশার একটি ক্ষীণ আলো রয়ে গেছে—“তবে কি একদিন ফিরে আসবে, আমার কাছে?” দ্বিতীয় কবিতায় ভোরের সূর্যের আলোতে স্মৃতির উষ্ণতা আর ভালোবাসার রং মিশে যায়। কবি বুঝতে পারেন, ভালোবাসা একসময় যত গভীরই হোক না কেন, সময়ের প্রবাহে তা মুছে যায়, কিন্তু মনের ক্যানভাসে তার রং চিরস্থায়ী হয়ে থাকে। তৃতীয় কবিতায় চাঁদের আলো হয়ে ওঠে হারানো সান্নিধ্যের প্রতীক। সময় থেমে যায় প্রিয় মুখের হাসিতে, অথচ বাস্তবের অন্ধকারে সেই হাসি কেবল স্মৃতির মতো ঝলমল করে। চতুর্থ কবিতায় পথের অনন্ত যাত্রায় হারিয়ে যাওয়া এক হাসির স্মৃতি, যা জীবনের সঙ্গী হয়ে রয়ে গেছে। আর পঞ্চম কবিতায় ঝরা পাতার নীরব ধ্বনি হয়ে ফিরে আসে এক অতীত ভালোবাসার আর্তি—যা শেষ হয়নি, কেবল সময়ের পর্দার আড়ালে হারিয়ে গেছে।এই কবিতাগুলো মিলে এক নিঃশব্দ ভালোবাসার গাথা—যেখানে প্রত্যাশা, অভিমান, স্মৃতি আর একাকিত্ব একসাথে বয়ে চলে সময়ের স্রোতে।

তুমি ছিলে এক নীরব গান,
এখন শুধু অনুভব করি,
তবে কোথায় তুমি হারালে?
হৃদয়ে তোমার সুর বাজে,
এখনও কিছু অবশিষ্ট,
তবে কি একদিন ফিরে আসবে,
আমার কাছে, এই পৃথিবী?
(২)
ভোরে সূর্য ওঠে ধীরে,
তবে তোমার স্মৃতি থাকে,
যতটুকু ভালোবাসা ছিল,
এখন তা খুঁজে পাই না।
তুমি ছিলে একেকটি রং,
মনের মাঝে যা ছিল চিরকাল,
তবে কি ফিরবে তুমি,
এই জীবন নিয়ে আবার?
(৩)
চাঁদের আলোয় এক রাত,
তুমি ছিলে খুব কাছে,
এখন সে আলো হারিয়ে গেছে,
তবে কেন মনে রেখেছি তোমাকে?
সময় যেন থেমে যায়,
তোমার হাসি কোথাও থাকে,
তবে কি তুমি ফিরে আসবে,
এখানে, শুধু আমার কাছে?
(৪)
পথের শেষ নেই, জানি আমি,
তবে কোথায় তুমি হারালে,
মনে পড়ে সেই একটুকু হাসি,
যতটুকু ছিল তোমার মুখে।।
জীবন চলে যায় ধীরে,
তবে কিছু বাকি থাকে,
তবে কি তুমি ফিরে আসবে,
এখনো, এই সব স্মৃতি নিয়ে?
(৫)
ঝরা পাতায় এক গভীর ধ্বনি,
তবে তুমি কোথায় হারালে,
মনে পড়ে সব সেই সময়,
যতটুকু সুখ ছিল, তুমি।।
হৃদয়ে এক নিঃশব্দ কাঁপন,
তবে কিছুই বদলায়নি,
তবে কি তুমি ফিরবে,
এখনো, আমার কাছে?
জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের অনু কবিতা গুলো আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
পোস্ট বিবরণ
শ্রেণী | অনু কবিতা |
---|---|
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
