কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "স্বার্থের রাজত্বে একলা আমি'' || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

কবিতাটি জীবনের বাস্তব অভিজ্ঞতা ও মানুষের স্বভাবের এক গভীর প্রতিচ্ছবি। এখানে কবি তুলে ধরেছেন—সুসময় ও দুর্দশার সময়ে মানুষের আচরণের বৈপরীত্য। সুসময়ে, যখন মানুষের হাতে থাকে ক্ষমতা, প্রভাব বা সম্পদ, তখন চারপাশে মানুষ ভিড় করে। বন্ধু-বান্ধব, পরিচিতজন কিংবা স্বার্থপর লোকেরা সবসময় ঘিরে থাকে, কারণ তাদের লাভ বা সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে। সেই সময়ে তারা ফোন ধরতে দেরি করে না, ডাকলেই অনুষ্ঠানে আসে, এমনকি নিজস্ব স্বার্থে ঘনিষ্ঠতা বাড়ায়। কিন্তু দুঃসময় এলে বাস্তব চিত্র বদলে যায়। মানুষ দূরে সরে যায়, পাশে এসে দাঁড়াতে চায় না। বিপদ বা কষ্টের মুহূর্তে সবাই ভয় পায়, ব্যস্ততার অজুহাত দেয়, কিংবা একেবারেই যোগাযোগ এড়িয়ে চলে। কবি বলেন, একসময় যে মানুষদের ভালোবাসা ও সাহায্য দিয়ে তিনি নির্দ্বিধায় পাশে দাঁড়িয়েছিলেন, আজ তারাই তাকে চিনতে চায় না। ক্ষমতা হারিয়ে গেলে বা সামাজিক প্রভাব কমে গেলে, যাদের একসময় মানুষ নেতা বা অভিভাবক ভেবে সম্মান দিত, তাদের আর কেউ গুরুত্ব দেয় না। তখন উল্টো পরিস্থিতি—আগে যারা তাকে ডাকতো, এখন তারা রাজা হয়ে বসে থাকে, আর কবিকে প্রজার মতো ছোট হতে হয়। কবিতার শেষ অংশে কবি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছেন: মানুষ কেবল স্বার্থের জন্য আসে, অসুবিধার সময় কেউ পাশে থাকে না। তাই কষ্ট পাওয়ার পরিবর্তে নিজের জন্য কিছু করা উচিত, সময় থাকতে নিজের ভবিষ্যৎ ও মর্যাদার কথা ভেবে প্রস্তুত থাকা প্রয়োজন। এইভাবে কবিতাটি আমাদের শিখিয়ে দেয়—জীবনের সুসময়ে অহংকারে ভাসা ঠিক নয়, আবার দুঃসময়ে নিরাশও হওয়া উচিত নয়। আসল শক্তি হলো নিজের উপর নির্ভর করা এবং সময়কে কাজে লাগানো।
বিপদ দেখে সরছে সবাই,
ভিড়ছে না কেউ কাছে,
কি হতে ভাই কি হয়ে যায়,
এমন ভয়ে কেঁপে।।
সু সময় থাকতো যারা,
আমার চারপাশ ঘিরে,
এখন তাদের ফোন দিলে ভাই,
শুধুই ব্যস্ত থাকে ।।
ক্ষমতা আর চেয়ার যখন,
ছিল আমার কাছে,
কত মানুষ ডাকতো আমায়,
তাদের অনুষ্ঠানে ।।
হৃদয়টাকে উজাড় করে,
ভালবাসার আদর দিয়ে,
উপকারে যেতাম ছুটে,
হইনি পিছু পা,
তাই বলে কি এখন আমায়
কেউ আর চেনে না।।
এখন হলো এমন দশা,
বাকি সবাই হলো রাজা,
আমি এখন তাদের প্রজা,
কল দিতে হয় তাদের মেলা।।
স্বার্থ নিয়ে আসে যারা,
অসময়ে কেউ থাকে না,
সবাই তখন মহারাজা,
তোমায় ভাবে তাদের প্রজা।।
তাইতো বলি ভাই,
সময় থাকতে নিজের জন্য,
কিছু করে নাও।।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আজকে আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্যে দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে আপনার এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি কবিতা পড়তে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷