✍️ একগুচ্ছ অনু কবিতা:

in আমার বাংলা ব্লগ15 hours ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও আমি ফিরে এসেছি আপনাদের সামনে একগুচ্ছ নতুন অনু কবিতা নিয়ে। অনু কবিতা লেখাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু, কারণ একটু নিরিবিলি সময় পেলেই ছোট ছোট লাইন আর সহজ শব্দের মাধ্যমে জীবনের গল্পগুলো তুলে ধরা যায়। এটি একদিকে যেমন সময় সাশ্রয়ী, তেমনি মনের অজানা অনুভূতিগুলো প্রকাশের জন্য খুবই সুন্দর একটি মাধ্যম।

আমি চেষ্টা করি, সপ্তাহে অন্তত একদিন আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে কিছু অনু কবিতা লিখে শেয়ার করতে। আজও সেই ধারাবাহিকতায় কিছু নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করছি, আজকের কবিতাগুলো আপনাদের ভালো লাগবে এবং কিছু নতুন অনুভূতি তৈরি করবে। তো চলুন, সবাই মিলে ছন্দের মাধ্যমে এই ছোট ছোট কবিতাগুলো পড়ি এবং অনুভব করি।

1000046268.png

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

একলা ঘরের কোণে, ছায়া হয়ে বসি,
বিষন্নতার নীল রঙে, নিজেকে হারাই।
অজানার পথে হাঁটি, তবু ঠিকানা নেই,
একা চাঁদ সাক্ষী, এ নীরবতার গল্প।

কবিতা-২

সবুজ পাতায় ভোরের শিশির, মুক্তোর মতো হাসে,
নদীর কলকল শব্দে, মন আনন্দে ভাসে।
পাহাড়ের চূড়ায় সূর্য ডোবে, লাল-কমলার মেলা,
প্রকৃতির বুকে জীবনের সুর, চলে সারাবেলা।

কবিতা-৩

চোখে চোখ রেখে, নীরব কথার খেলা,
হৃদয় জুড়ে তুমি, সকাল-সন্ধ্যাবেলা।
প্রেমের ছোঁয়ায় জীবন পায়, নতুন পরিচয়,
তোমার ভালোবাসায়, আমার পৃথিবী হয়।

কবিতা-৪

ছোট্ট নৌকায় জীবন চলে, ঢেউয়ের তালে তালে,
কখনও শান্ত, কখনও ঝড়ে, টালমাটাল।
হাসি আর কান্না, সুখ আর দুঃখ, পাশাপাশি চলে,
তবুও বাঁচা মানে, স্বপ্নের পথ খুঁজে চলা।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 15 hours ago 
 39 minutes ago 

আজকে আপনি সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার ছোট ছোট অনু কবিতাগুলো পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। আর প্রতিটা অনু কবিতার মধ্যে আলাদা আলাদা অনুভূতি। মনের অনুভূতি দিয়ে কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 28 minutes ago 

আপনি এখন সবসময় খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকি। যেগুলো আমি প্রায় সময় পড়ে থাকি। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে। আশা করি আপনার লেখা অনু কবিতা সব সময় এভাবেই পড়তে পারবো ধন্যবাদ এই অনু কবিতা গুলো শেয়ার করার জন্য।