✍️ একগুচ্ছ অনু কবিতা:
প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও আমি ফিরে এসেছি আপনাদের সামনে একগুচ্ছ নতুন অনু কবিতা নিয়ে। অনু কবিতা লেখাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু, কারণ একটু নিরিবিলি সময় পেলেই ছোট ছোট লাইন আর সহজ শব্দের মাধ্যমে জীবনের গল্পগুলো তুলে ধরা যায়। এটি একদিকে যেমন সময় সাশ্রয়ী, তেমনি মনের অজানা অনুভূতিগুলো প্রকাশের জন্য খুবই সুন্দর একটি মাধ্যম।
আমি চেষ্টা করি, সপ্তাহে অন্তত একদিন আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে কিছু অনু কবিতা লিখে শেয়ার করতে। আজও সেই ধারাবাহিকতায় কিছু নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করছি, আজকের কবিতাগুলো আপনাদের ভালো লাগবে এবং কিছু নতুন অনুভূতি তৈরি করবে। তো চলুন, সবাই মিলে ছন্দের মাধ্যমে এই ছোট ছোট কবিতাগুলো পড়ি এবং অনুভব করি।
মোঃ ফয়সাল আহমেদ
সবুজ ঘাসে শিশিরের চুম্বন,
ভোরের হাওয়ায় ফুলের সুবাস।
পাখির ডাকে জাগে সূর্যের হাসি,
প্রকৃতির কোলে শান্তির বাস।
তোমার চোখে হারিয়ে যাই,
তোমার হাসি আমার পথের আলো।
ভালোবাসা যেন এক অনন্ত নদী,
যার স্রোতে আমি ভাসে চলি।
মেঘের আঁচলে ঝরে জলধারা,
পথের ধুলো ধুয়ে যায় একছোঁয়ায়।
বৃষ্টির গন্ধে মাটির প্রেম জাগে,
মন ভিজে যায় অদ্ভুত আবেশে।
শূন্য ঘরে কেবল প্রতিধ্বনি বাজে,
স্মৃতিরা এসে করে ফিসফিস গল্প।
হৃদয় চায় একটুখানি সঙ্গ,
তবু সময় দেয় কেবল নিশির নিঃশ্বাস।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks
Comments Link
https://x.com/mohamad786FA/status/1954618543539916988?t=YpM4HjkkzEtJ-ENkJVc3Hg&s=19
https://x.com/mohamad786FA/status/1954618341878014400?t=YpM4HjkkzEtJ-ENkJVc3Hg&s=19
ss