প্রথম স্পর্শের অনুভুতি - এম.ওয়াসিক আলি

in #poetry8 years ago

প্রথম স্পর্শের অনুভুতি - এম.ওয়াসিক আলি
http://www.bangla-kobita.com/mwmwali/prothom-sporsher-onuvuti/

sporsh.jpg

কুয়াশা ভেজা সবুজ রাত
আচ্ছন্ন ঘুমে দুয়ার এঁটে
শীতের বুড়ি লাঠি হাতে
কড়া নাড়ে মাঝ রাতে।।

একবুক বেদনা নিয়ে
বেঁচে আছি বুক ফুলে
করবী বাঁধা, কাজল লাগানো
আরশিতে তোমায় দেখবো বলে।।

মেঘলাকাশে সোনালী রোদ হাসে
সবুজ পৃথিবী, ঝিলিমিলি আলো
দুঃখের আঁধারে সুখের ঝিকিমিকি
উতলা মন বসন্তের আগমনে।।

রোদেলা বাতাস মনের আকাশে
মধুর ব্যঞ্জনা হৃদয়ে বাজে
উষ্ণ বুকে মাথা রেখে
তৃপ্ত মন ভালোবাসার সংগীতে।।

মিশ্রিত লগ্নের মাধুরী জলে
ভেজা তুমি মিষ্টি হাসি
মুগ্ধ হৃদয়ে গাঁথা গীতহার
তুমিই আমার প্রথম প্রেম,
জীবনের প্রথম স্পর্শের অনুভুতি।।

Copy Rights @ M Wasiq Ali-All Rights Reserved.