স্বরচিত Poetry: নয়ন তারা Original Poetry by @narocky71
ABB ১২ এপ্রিল 2K25
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আসলে আমরা আমাদের প্রিয় মানুষটাকে একেক সময় একেক নামে ডাকি। এক সময় এক এক নামে ডাকতে আমরা সবাই অনেক পছন্দ করি। আসলে আজ সকালেই ঘুম থেকে ওঠার পর ঘরে ছাদের উপর উঠেছি। আসলে আমি প্রায় সময় ঘরের ছাদের উপর সময় কাটায়। আমার পাশেই ছিল কয়েকটা নয়নতারা গাছ। গাছগুলোর দিকে তাকিয়েই আমি এই কবিতাটি লিখেছি। আসলে প্রিয়জনের নামটি যদি নয়ন তারা হয় তাহলে তো মন্দ না। কয়েকটি নয়ন তারা ফুলের মধ্যে গোলাপী কালারের অনেক বড় একটি নয়ন তারা ফুল রয়েছে। যা দেখলে যে কেউই মুগ্ধ হয়ে যাবে। আশা করি আজকের কবিতাটি ভালো লাগবে।
স্বরচিত কবিতা: নয়ন তারা
নয়ন তারা ফুলের মত ,
দেখতে তুমি সুন্দর ।
তোমার দিকে তাকালেই যেন ,
ফুলটাকেই দেখি।
পবিত্র মনে দেখি আমি ,
তোমার মায়াবী মুখ ।
তোমার হাতে হাত রাখি ,
কেটে যায় সকল দুখ।
ভালোবাসি প্রিয়তমা ,
ভালোবাসি তোমায় ।
তাইতো দিয়েছি আমি ,
নামটি তোমার নয়নতারা।
পাঁচটি পাপড়ি থাকে ফুলের ,
দেখতে লাগে খুব ।
সবুজ পাতা এ ঘিরে রাখে ,
মায়াবী সৌন্দর্যের মুখ।
ছোট একটি টপের মাঝে ,
রেখেছে অনেক যতন করে।
এখন তুমি অনেক বড় ,
তাইতো আবার ফুল ফুটে দেখাও।
ফুলের দিকে তাকালে ,
দেখি আমি তোমাকে ।
ভালোবাসি প্রিয় তোমায় ,
ভালবাসতে চাই জীবন ভরে।
(সমাপ্ত)
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1921739339463287223?t=Tynr3o4_fam2ksWzCdy9QQ&s=19
অপূর্বভাবে ভালোবাসা এবং সৌন্দর্য প্রকাশ করেছেন এই কবিতায়। এই কবিতাটি হৃদয়ে এক গভীর অনুভূতি সৃষ্টি করে এবং পড়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হলো। প্রিয়তমার প্রতি আপনার এই আবেগপূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা সত্যিই অসাধারণ। আপনার শেয়ার করা কবিতা পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
আমার কাছে বিভিন্ন কবিতা লিখতে সত্যি অনেক ভালো লাগে।
আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছ। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। তুমি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবে।
ধন্যবাদ তোমাকে সুন্দর করে কবিতাটি পড়ার জন্য।
নয়নতারা ফুলটি নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা এবং নয়নতারা ফুলের মুগ্ধতা আপনি অনেক সুন্দর করে এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর করে লেখার চেষ্টা করেছি এই কবিতা।
https://x.com/NARocky4/status/1921934635165982969?t=7xTmX3OVn87GTXABq4TSxg&s=19
https://x.com/NARocky4/status/1921935469677355086?t=jqHinaqUSVxudKenwidK-A&s=19
নয়নতারা ফুল নিয়ে এবং বুক ভরা ভালবাসা মিশ্রিত একটা সুন্দর কবিতা আপনি রচনা করেছেন। কবিতাটি পড়তে অনেক বেশি ভালো লাগছিল। মন ছুয়ে গেল আপনার কবিতাটি ধন্যবাদ।
আমার কবিতা আপনার মন ছুয়ে গিয়েছে শুনে ভালো লাগলো।
আজ আপনি অসাধারণ একটি স্বরচিত কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লেখা উপস্থাপন করার জন্য।
বিভিন্ন টপিক নিয়ে কবিতা লিখতে খুব ভালোবাসি আমি।