স্বরচিত Poetry: কথা Original Poetry by @narocky71
ABB ৪ এপ্রিল 2K25
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
কথা । বাক স্বাধীনতার জন্য কত যুদ্ধ, কত রক্ত কত হাহাকার। কথার জন্যই হলো আজ বর্ডারে কাঁটাতার। বিশ্ব যদি হত আজ একাকার। শিক্ষা কিংবা চিকিৎসার জন্য যেতে পারতো মানুষ নির্দ্বিদায়। এজন্য কথা খুবই গুরুত্বপূর্ণ। সংসার সুখ-দুখ সম্পর্ক ভালো-মন্দ সবকিছুই হয় শুধু কথার কারণে। যার কারনে মানুষ বলে বোবা মানুষের শত্রু নেই। কারণ তারা তো কথাই বলতে পারে না। এর জন্য আমাদের জীবনে কথা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলার ক্ষেত্রে সতর্কতা থাকা খুবই গুরুত্ব। আমি আশা করি আজকের চমৎকার কবিতাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
স্বরচিত কবিতা: কথা
কথাই সুখ - কথাই দুখ,
কথা দিয়ে ভাঙতে পারে,
হাজার মানুষের বুক। ।
পারে আবার কথা দিয়ে
সফলতার জয়
কথার কারণে উৎসাহিত হয়
কোটি মানুষের বুক।
স্বপ্ন দেখায় - স্বপ্ন ভাঙ্গে,
কথার মায়া জালে।
সংসার সুখের হয়
সুন্দর কথার গুনে।
আদর সোহাগ আছে সব
কথার মায়া জালে।
তীরের আঘাত দিতে পারে
শুধু কথা দিয়ে।
হতে পারে জয় - হতে পারে ক্ষয়,
শুধু কথা দিয়ে।
ফাঁসির মঞ্চে দাঁড়াতে পারে
শুধু কথা দিয়ে।
সারা জীবন ভালবাসে
কথার মায়া পড়ে,
নিমিষেই পারে নষ্ট করতে
যুগ যুগের সম্পর্কটাকে।
বিন্দাস ভাই বলে সদা
চিন্তা করে বলো কথা।
নেওয়া যায় না ফেরত আবার
কথার তীর বুকে গেলে।
কথার জন্য যুদ্ধ,
কত রক্ত, কতই না হাহাকার।
ভাগ হল দেশকে দেশ
বর্ডারে আজ কাঁটাতার।
(সমাপ্ত)
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1918835568588275910?t=IR343wCFliJ-80xu_4iQEA&s=19
আমাদের প্রত্যেকের বাক স্বাধীনতা থাকা উচিত তবে বাক স্বাধীনতা মানে এই নয় যে, কটু কথা বা খারাপ কথা বলা। যে মানুষের কথা যত সুন্দর হয় সেই মানুষের ব্যবহার তত ভালো হয়। অনেক সুন্দর একটি কবিতা রচিত করেছেন পড়ে খুব ভালো লাগলো। প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে আমার কাছে অনেক ভালো লাগে।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
চেষ্টা করেছি আমি সুন্দর করে কবিতাটা লেখার জন্য।
https://x.com/NARocky4/status/1919022308074660242?t=JBt6QPVm8p2kYgX19IDajw&s=19
https://x.com/NARocky4/status/1919023064592925061?t=FAbMEl_4JdQR6NKOqAneZw&s=19
ভাই আপনি আপনার অনুভূতি দিয়ে দারুণ কবিতা লিখেছেন। কবিতার মাধ্যমে আপনি অনেক সুন্দর কথাগুলো তুলে ধরেছেন। কবিতা পড়ে খুবই ভালো লাগলো।
আমার কবিতা পড়ে ভালো লাগলো শুনে খুশি হলাম।
আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। এটা সত্য কথা বলেছেন মানুষের বাক স্বাধীনতা আছে বলেই চারিদিকে এত যুদ্ধ রক্ত এবং হাহাকার। মানুষ যদি একটু ভেবেচিন্তে কথা বলতো এবং হিংসা না করত তাহলে আমাদের এতটাও সমস্যার সম্মুখীন হতে হয় না। কথার জাদুতে মানুষের জীবন গড়ে যায় আবার কথার আঘাতে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ দাদা কবিতাটি পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনি কথা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো এমনিতে চমৎকার হয়। এবং কথা কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে কথা দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে। আর কথার জন্য মানুষ যুদ্ধ করে এবং চেষ্টা করে স্বাধীনতা পেতে। খুব সুন্দর অনুভূতি দিয়ে বাস্তবিক কথা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কবিতা লেখার জন্য আরো বেশি উৎসাহিত হলাম।