স্বরচিত Poetry: বন্ধন Original Poetry by @narocky71
ABB 3 জুন 2K25
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
ভালোবাসা হৃদয়ে থাকে সব সময়। কিছু মানুষ থেকে শারীরিক দূরে থাকলেও হৃদয়ের দিক থেকে অনেক কাছে। ভালোবাসা থাকবে সারা জীবন। দীর্ঘদিনের বন্ধন ও থাকে দূরে। তাও আমার ধারণা ভালো। দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে সবকিছুই ভালো। এটাই দীর্ঘদিনের উপলব্ধি আমার। হয়তো আমার উপলব্ধিটা ভুল আমি জানি তারপরেও। অনেক প্রিয় মানুষের সাথে দীর্ঘদিন দেখা হয় না কথা হয় না কিন্তু হৃদয়ের গভীরে ভালোবাসা বরাবরই আছে। এই উপলব্ধি থেকে আমি আজকের এই কবিতাটি লিখেছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ধন্যবাদ
স্বরচিত কবিতা: বন্ধন
ভালোবাসা দিয়ে যায় না রাখা,
সম্পর্ক চিরকাল।
এক নিমিষেই হারিয়ে যায়,
দীর্ঘদিনের বন্ধন।
চাইলেও যায় না দেখা,
হয়না কথা।
এভাবে ই হয়ে যায় দূরত্ব,
হারিয়ে যায় সম্পর্ক।
সম্পর্কগুলো কেন জানি,
দূর থেকেই হয় সুন্দর।
দূরে থাকলে হয়না তর্ক,
দেয় না কোন অভিযোগ।
কাছে থাকলে তর্কের সাথে,
হয় যে মান-অভিমান।
তাইতো আমি দূরে থাকতেই চাই,
হয়তো এটাই খারাপ অভ্যাস।
আমি চাইনা হোক আমার সাথে
কারো সাথে দ্বন্দ্ব।
কেউ যদি অভিমানী হয়ে থাকতে চায় দূরে,
তাহলে আমি পাই আনন্দ।
(সমাপ্ত)
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1929742016336089474?t=Two9J13ou1yzP0CInS1E2w&s=19
https://x.com/NARocky4/status/1929796132382654708?t=BJ5ewAULTjpglmju2J-_Lg&s=19
https://x.com/NARocky4/status/1929802919710282119?t=wvmLYg9GRPHk4w2WMeo8Zg&s=19
https://x.com/NARocky4/status/1929803982899216768?t=4mnhhYt8WdzCqZPHMJ7nmw&s=19
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি।
আমার ফটোগ্রাফি দেখে তোমার ভালো লেগেছে সেটা শুনেই তো খুশি হলাম।
https://x.com/NARocky4/status/1929804917507547381?t=Kdr5wpaGM5N_p8vvbYFiNA&s=19