স্বরচিত কবিতাঃ আমার আমিতে শুধু, আছো তুমি।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ আমার আমিতে শুধু, আছো তুমি।
আমার হাসির আড়ালে শুধু তুমি,
নীরব চোখের ভাষায় তুমি।
সকালের রোদের আলো তুমি,
তাইতো তোমায় ভালোবাসি আমি।
নির্জন পথে আমার সঙ্গী তুমি ,
তোমায় ছাড়া সবই যেন মরুভূমি।
তুমি আমার গান, আমার ছন্দ,
তোমায় ভাবলেই হৃদয়ে ওঠে আনন্দ।
আমার শব্দহীন ভালোবাসায় আছো তুমি,
তুমি আমার স্বপ্নে আঁকা এক ছবি।
তুমি ছাড়া আমার আমি নেই আমাতে,
তুমি মানেই আমার আপন ঠিকানা।
তুমি না থাকলে আমি কষ্টের স্রোতে ভেসে যাই।
তোমার নামেই ওগো আমার বাঁচার লড়াই।
আমার আমিতে তুমি এতটাই আছো,
একটুখানি আড়াল হলেও, তুমি চোখেই ভাসো।
ভোরের আলো, রাতের তারা,
শুধু যে তোমার কথা কয়।
তুমি ছাড়া জীবন আমার,
শুধুই শূন্যতায় ভরে রয়।
কবিতার মর্ম কথা |
---|
আসলে ভালোবাসার মানুষটি খুবই প্রিয়। মনে প্রাণে আর প্রতিটি অনুভূতিতে শুধু প্রিয় একজন মানুষই থাকে সে পাশে থাকলে মন ভালো থাকে, আর তাকে ছাড়া জীবন একদম ফাঁকা মনে হয়।সেই মানুষ ছাড়া তার জীবনে কিছুই ভালো লাগে না।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
এই লেখায় সবচেয়ে মধুর বিষয় হলো, ভালোবাসার প্রকাশটা নীরব অথচ গভীর। প্রেমিকের অস্তিত্ব মিশে আছে কবির হাসিতে, চোখে, রোদে, ছন্দে—এ যেন এক সর্বত্র বিচরণশীল প্রেম, যা হারিয়ে গেলেও অনুপস্থিত নয়, বরং অনুভবেই বেশি জীবন্ত।
ধন্যবাদ ভাইজান।
দারুন লিখেছেন আপনি আজকের কবিতাটি। অসম্ভব সুন্দর লাগছিল পড়তে। ভীষণ ভালো ছন্দ মিলিয়ে মনের ভালবাসা প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। আমাদের প্রিয় মানুষ সবসময় এভাবেই আমাদের সাথে সবকিছুতে জড়িয়ে থাকে তাই আমরা প্রতিনিয়ত সেই প্রিয় মানুষের ছোঁয়া পাই। ভীষণ সুন্দর এমন একটি কবিতা রচনা করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।।।
1 | https://x.com/Nevlu123/status/1927420927844782462
2 | https://x.com/Nevlu123/status/1927421511507333202
3 | https://x.com/Nevlu123/status/1927422160064188647
4 | https://x.com/Nevlu123/status/1927422973255766472
প্রিয় মানুষটি পাশে থাকলে আর কোন কিছুরই প্রয়োজন হয় না। প্রিয় মানুষের মুখের হাসিতে সারা দিনের ক্লান্তি যেন দূরে সরে যায়। আপনার কবিতাটিতে প্রিয় মানুষের প্রতি অবাধ ভালোবাসা এবং সুন্দর অনুভূতি প্রকাশ পেয়েছে। ভীষণ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ দাদা।
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো এমনিতে চমৎকার হয়। প্রিয় মানুষকে নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে আমার আমিতে শুধু, আছো তুমি কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়।
ভালোবাসার মানুষকে ছাড়া জীবনটা আসলেই একেবারে শূন্য মনে হয়। যাইহোক অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। সত্যি বলতে কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।