স্বার্থপরতার লাগাম।(স্বরচিত কবিতা আবৃত্তি )
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-স্বার্থপরতার লাগাম।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
স্বার্থপরতার লাগাম।
আবৃত্তিঃ-
@nevlu123
আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
কি হবে আর খুঁজে আমায়,
হারিয়েছি আমি অবহেলার চাদরে।
চাইনা কারো স্বার্থের পাত্র হতে,
তাই সরিয়ে নিয়েছি নিজেই নিজেকে।
তাই একরাশ দুঃখে ভরা মন,
পাথর হয়ে গেছে নীরবে।
চিৎকার করিনি কেউ জানবে বলে,
নীরবে সংগোপনে রয়েছি একা।
বিষন্নতার চাদরে মুখ লুকিয়ে,
দুঃখে ঘেরা চার দেয়ালের মাঝে,
হয়ে আছে বন্দী দিনের পর দিন।
চাইলে কেউ খুঁজে পাবে না,
যারা করেছে অবহেলা নিশিদিন।
দূরত্ব যখন মনের মাঝে,
মুখে মুখে কিসের আপনত্ব?
অতীত যখন ফেলনার বস্তু,
বর্তমান হবে স্বার্থপরতার লাগাম।
তাই শেষ বার নিজেকে বদলাতে চাই।
তাই শেষ বার নিজেকে বলতে চাই,
বুঝে নাও, খুঁজে নাও, কে আপন কে পর।
সবার মত নিজেকে, হতে হবে স্বার্থপর।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
নিজের লেখা কবিতা নিজেই আবৃত্তি করার মাঝে অনন্য রকম শান্তি পাওয়া যায়। স্বার্থপরতার লাগাম নামের কবিতাটি সামাজিক দৃষ্টিভঙ্গিকে ফুটিয়ে তুলেছে। আপনার আবৃত্তীও চমৎকার হয়েছে ভাই। সব মিলিয়ে আপনার কবিতা আবৃত্তি টি ভালই লাগলো।
অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকুন সব সময়।
https://x.com/Nevlu123/status/1914527270699720972
https://x.com/Nevlu123/status/1914530417648304135
https://x.com/Nevlu123/status/1914545984392323507
আপনি বরাবরই দারুন দারুন কবিতা আমাদের মাঝে শেয়ার করে থাকেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। আজকে আপনি নিজের লেখা কবিতাটি আবৃত্তি করে একদম তাক লাগিয়ে দিয়েছেন।খুব সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া।যা শুনে খুবই মুগ্ধ হলাম।কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আজকে আপনার বাস্তব জীবন নিয়ে লেখা কবিতাটি অনেক বেশি সুন্দর হয়েছে। চারদিকে মানুষ যে পরিমাণ স্বার্থপর হয়েছে আমরাও যদি নিজের স্বার্থটা নিজে না বুঝি তাহলে আমরা একসময় নিঃস্ব হয়ে যাব। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ।
ভাইয়া আপনার কন্ঠের কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি কিন্তু চমৎকার কবিতা লিখতে পারেন এবং আবৃত্তি করতে পারেন।স্বার্থপরতার লাগাম কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। গান এবং কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য ও সাহস নিয়ে করতে হয়। আজকে আপনি ধৈর্য এবং সাহস নিয়ে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে কভার করেছেন।
https://x.com/Nevlu123/status/1914530417648304135
2 | https://x.com/Nevlu123/status/1914545984392323507
3 | https://x.com/Nevlu123/status/1914747068259950814
4 | https://x.com/Nevlu123/status/1914747577381044540
5 | https://x.com/Nevlu123/status/1914748131805110571
6 | https://x.com/Nevlu123/status/1914748704285749723
7 | https://x.com/Nevlu123/status/1914749166363811882
বরাবরের মতো আজকেও আপনার আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো ভাই। তাছাড়া এই কবিতার কথাগুলো দারুণ এবং একেবারে বাস্তব সম্মত। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।