**স্বরচিত কবিতাঃ** দুর্জন পরিত্যাজ্য করে,একাকীত্বই যেন আলো।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করার আর সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি।আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করবো।যদি আপনাদের ভাল লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ
দুর্জন পরিত্যাজ্য করে,একাকীত্বই যেন আলো।
বাস্তবতার বেড়াজালে আজ,
সময় যেন বন্দি।
ছন্নছাড়া মায়াজাল ভেঙ্গে,
পরিশ্রম এখন সঙ্গী।
আপাদমস্তক আজ আমার,
করে শুধু হায় হায়।
সময় গুলো শুধু শুধু,
বৃথা চলে যায়।
সময়ের গণ্ডি যেন আজ,
বোঝা বড় দায়।
অযথা সময় ব্যয় এর,
এখন কোন উপায় নাই।
সঙ্গ যখন একাকীত্ব,
একাই আছি ভালো।
দুর্জন পরিত্যাজ্য করে,
একাকীত্বই যেন আলো।
দুমুঠো সুখের নেশায়,
এগিয়ে চলা দুর্বার গতিতে।
ফিরতে চাই না কলুষিত,
সেই অতীতের স্মৃতিতে।
ভালো আছি সুখে আছি,
সদায় থাকবো এভাবেই।
আপাতত স্বার্থপর এর,
ধারের কাছেও আমি নেই।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR


আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |