স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
মনের আকাশে মেঘ করেছে, মিস করছি খুব,
তুমি ছিলে বলেই, জীবনের এত সুন্দর রূপ।
আজ তুমি নেই, তবুও প্রতিটি নিশ্বাস মিশে আছে বাতাশে,
কারণ তুমি আছো আমার মনের আকাশে।
অনু কবিতা-২
এই অবহেলার চাদর পেঁচিয়ে,
আমি হেঁটে চলেছি কান্না মিশিয়ে।
তবু মনে একটাই প্রশ্ন রয়,
আজ অবেলায় কেন ডাকো আমায়?
অনু কবিতা-৩
সকালের রোদে পাই তোমার আলো,
তোমার কথায় আমার মনটা হয় ভালো।
হেঁসে দিলে তুমি মেঘও যে হারে,
তোমায় পেলে আমার, কষ্ট যায় সেরে।
অনু কবিতা-৪
তুমি নেই পাশে, অথচ সব জায়গায় তুমি,
প্রতিটা দৃশ্যে তোমাকেই খুঁজি আমি।
বসে থাকি চুপচাপ, তাকাই শূন্যে,
হৃদয়টা ভারী হয়, চোখের জলে ভিজে।
অনু কবিতা-৫
টিপ টিপ বৃষ্টি ঘরের চালে,
কত স্মৃতির হয় জাগরণ।
চুপচাপ বসে থাকি এক কোণে,
আর ভিজে যায় মন হঠাৎ বৃষ্টিতে।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
@nevlu123, আপনার অনু কবিতাগুলো মন ছুঁয়ে গেল! "মনের আকাশে মেঘ করেছে, মিস করছি খুব" - এই লাইনটি বিশেষ করে ভালো লেগেছে। কবিতার মাধ্যমে মনের অনুভূতিগুলো এত সুন্দরভাবে প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটি কবিতায় একটি গল্প লুকিয়ে আছে, যা পাঠকের মনকে নাড়া দেয়।
কবিতা লেখার প্রক্রিয়া সম্পর্কে আপনার আলোচনাটিও খুব সুন্দর ছিল। এটা জেনে ভালো লাগলো যে আপনি কতটা সময় এবং মনোযোগ দিয়ে কবিতাগুলো লেখেন। আপনার প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।
আমি নিশ্চিত আপনার এই কবিতাগুলো আরও অনেক পাঠকের হৃদয় জয় করবে। Keep sharing your wonderful creations with us! মন্তব্যের মাধ্যমে অন্যদেরও উৎসাহিত করুন, আপনার অনুভূতিগুলো কেমন লেগেছে জানাতে। শুভকামনা!
1 | https://x.com/Nevlu123/status/1938864935460839565
2 | https://x.com/Nevlu123/status/1938866845131612514
3 | https://x.com/Nevlu123/status/1938868243449651691
4 | https://x.com/Nevlu123/status/1938868580302660083
আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, সব গুলো অনু কবিতার লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আশা করছি সব সময় আপনার লেখা সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে পারবো।
আপনার লেখা কবিতা গুলি ভীষণ সুন্দর হয়েছে। ভালোবাসা এবং প্রকৃতির অদ্ভুত সুন্দর মেলবন্ধন ঘটেছে। ভীষণ সুন্দর করে আপনি কবিতা রচনা করেন, পড়তে ভীষণ ভালো লাগে। মনের আবেগ অনুভূতি ভীষণ সুন্দর করে প্রকাশ করেছেন আপনি কবিতার মধ্য দিয়ে।
আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই অনু কবিতা গুলোর টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর অনু কবিতা গুলো আমি পড়তেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
1 | https://x.com/Nevlu123/status/1939043626178486473
2 | https://x.com/Nevlu123/status/1939043909990261231
3 | https://x.com/Nevlu123/status/1939044534169796798
4 | https://x.com/Nevlu123/status/1939044837724168210
বাহ ভাইয়া আপনি তো ভিন্ন ভিন্ন টফিক নিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। তবে আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। আর আপনার অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। ধন্যবাদ ভিন্ন আঙ্গিকে চমৎকার কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।