স্বরচিত কবিতা আবৃত্তি আমার বাংলা ব্লগ, আমার প্রাণের জান।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-আমার বাংলা ব্লগ, আমার প্রাণের জান।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
আমার বাংলা ব্লগ, আমার প্রাণের জান।
কবিতা আবৃত্তিঃ-
@nevlu123
আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমার বাংলা ব্লগ,যেন মনের এক জানালা,
যেখানে সর্বদায় হয়, রঙিন ভাবনার পালতোলা।
স্মৃতির পাতায় লেখা, অনুভূতির গল্প,
শব্দেরা সাজায় মনের ভিতর, নরম এক সংকল্প।
এখানে আছে প্রত্যাশা,আছে ভালোবাসা,
আছে জীবনের স্বপ্ন,সবার মনে ঠাসা।
সবাই মিলে মনের কথা,লেখে নিজের মত,
বাংলা ব্লগে জমে উঠে, জীবনের রং তামাশা যত।
মত প্রকাশের খোলা মাঠ, কারো নেই বাঁধা,
ভালো-মন্দ সব কথা, হয় এখানে বলা।
কেউ লিখে কবিতা আর গান,কেউ গল্পের ছবি,
কারো লেখায় ঝরে পড়ে, জীবনের রবি।
বাংলা ব্লগ মানে, শুধু যে লেখা নয়,
এটা এক মায়ার বন্ধন, অন্তর ছুঁয়ে রয়।
এখানে হৃদয়,হাসে-কাঁদে,আবার জেগে উঠে,
বাংলা ভাষার গন্ধ মাখা, অনুভব ঝরে উঠে।
সবার ভাবনা একসাথে,গড়ে তোলে নতুন পথ,
এই ব্লগে লুকিয়ে থাকে, ভবিষ্যতের আলামত।
প্রতি লাইনে মিশে থাকে,মাটির টান আর গান,
আমার বাংলা ব্লগ, আমার প্রাণের জান।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
✅✅✅
1 | https://x.com/Nevlu123/status/1935398777873129903
2 | https://x.com/Nevlu123/status/1935399153942823213
3 | https://x.com/Nevlu123/status/1935400317631480094
4 | https://x.com/Nevlu123/status/1935400558220943361
আমার বাংলা ব্লগ,সত্যিই আমাদের প্রাণের জান। যাইহোক কবিতার লাইনগুলো যেমন সুন্দর,তেমনি আপনি দারুণভাবে কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।