স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
মেঘের মাঝে আশার ছবি আঁকি,
এই আকাশেই খুঁজে ফিরি রোদের ঝলকানি।
মেঘলা হলেও রঙিন স্বপ্ন চোখে বাসে,
আকাশ জানে বৃষ্টি শেষে রোদ হাসে।
অনু কবিতা-২
ভালোবাসা কি কখনো ফুরায়?
আমার আবেশ প্রতিদিন নতুন হয়।
আজ অবেলায়, নিঃসঙ্গ সন্ধ্যায়,
তোমার কথা বড় বেশি মনে পড়ে যায়।
অনু কবিতা-৩
তোমার চোখে ছিল আলো,
আজ তা যেন অম্লান।
আমার মনে শুধু ঘুরে বেড়ায়,
পুরোনো সেই গান।
একসাথে হাঁটার স্বপ্নগুলো,
ভেঙে গেছে ধীরে ধীরে।
অভিমানের বোঝা বয়ে ফিরি,
একা এই সন্ধ্যাবেলায় ফিরে।
অনু কবিতা-৪
আমি দুঃখ উড়াই খুশির ছলে,
হাসি মুখ লুকাই চোখের জলে।
মনের ভেতর বাজে ব্যথার সুর,
তবুও মুখে ফোটে শুধু হাসি করে সুমধুর।
অনু কবিতা-৫
মেঘলা আকাশ চুপচাপ আজ,
মনে হয় সে লুকিয়ে কাঁদে মেঘের আড়ালে।
রোদ ঝলমলে দিনের মাঝে,
হঠাৎ এলো মেঘ, হারালো সব সাজে।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
অসাধারণ, @nevlu123! আপনার অনু কবিতাগুলো মন ছুঁয়ে গেল! ✨ প্রতিটি কবিতায় আবেগ আর অনুভূতির দারুণ প্রকাশ ঘটেছে। মেঘ, ভালোবাসা, স্মৃতি, দুঃখ আর হাসি - জীবনের নানা দিক আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।
কবিতা লেখার পেছনের আপনার ভাবনাগুলোও দারুণ। কবিতার ছন্দ মেলানো আর মনের ভাব প্রকাশ করার যে চেষ্টা, তা সত্যিই প্রশংসার যোগ্য।
আমার সবচেয়ে ভালো লেগেছে "তোমার চোখে ছিল আলো" কবিতাটি। বিষণ্ণতা আর স্মৃতিচারণ যেন জীবন্ত হয়ে উঠেছে।
আপনার এই আন্তরিক প্রচেষ্টা আমাদের Steemit কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে। এমন সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ! সবাই আপনার কবিতাগুলো পড়ুক এবং মন্তব্য করে তাদের অনুভূতি জানাক, এটাই আমার প্রত্যাশা। চালিয়ে যান, @nevlu123! আপনার ভবিষ্যৎ লেখার জন্য শুভকামনা রইলো।
✅👆✅👆✅
ভাই আপনি তো দেখছি দারুন একগুচ্ছ কবিতা নিয়ে হাজির হয়েছেন। কবিতার কথা এবং লাইনগুলো হৃদয় ছুঁয়ে গেল। অনেক ভালো লেগেছে আপনার লেখা কবিতার লাইনগুলো।
আপনার কবিতা গুলো প্রায় সময় পড়া হয়। বেশ ভালো কবিতা লিখেন আপনি। আজ ও আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার কাছে। তবে আমার কাছে ৩ নং এবং ৪ নং অনু কবিতা আমার কাছে ভালো লেগেছে। এত সুন্দর অনু কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে এই অনু কবিতা গুলো লিখেছেন আপনি। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম অনু কবিতা গুলো পড়তে আমার কাছে সব সময় অনেক সুন্দর লাগে। আশা করি এরকম অনু কবিতা সব সময় শেয়ার করবেন।
মাঝে মাঝে আমারও এমন হয় কোন পোস্ট করব ভেবে ওঠার আগেই অন্য কোন পোস্ট করে ফেলি। তবে আপনি কিন্তু খুবই ভালো কবিতা লিখেন ভাইয়া। অনেক ভালো লেগেছে কবিতা পড়ে।
আজকে আপনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আর অনু কবিতার মধ্যে নিজের সুন্দর ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। সত্যি বলতে আপনার অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।
1 | https://x.com/Nevlu123/status/1942046172656668994
2 | https://x.com/Nevlu123/status/1942046469667934517
3 | https://x.com/Nevlu123/status/1942047203872460836
4 | https://x.com/Nevlu123/status/1942047408269193594