বন্ধু তোকে মিস করি (Bengali Poem).

in #poetry8 years ago

অনেক দিন তোর সাথে কথা হয় না
অনেক দিন ধরে তোকে খুব মনে পড়ছে
অনেক মনে পড়ছে তোর কথা
অনেক মনে পড়ছে তোর কথা

জানিস বসে বসে চিন্তা করি
চিন্তা করি সেই পুরোনো দিনের কথা

কতো বড় হয়ে গেমিম তুই, কতো দায়িত্ব তোর
আমারও কতো দায়িত্ব

জানিস একটু যখন অবসর সময় পাই
বসে চিন্তা করি সেই মজার সময় গুলো, কতো ভালোই না কেটেছিল
আর বসে গান শুনি তোর দেয়া সেই গান গুলো

আরো চিন্তা করি কতো সুন্দরীই না তুই গান গাইতি ওই যে ছাদে বসে গান geyesili গিয়েছিলি এখনও কানে ভাসে সেই গান

আর ভাবি তোর কি মনে আসে আমায়....
নাকি ভুলে গেসি জানি অনেক দায়িত্ব তোর এখন

বন্ধু তোকে ভীষণ মিস করি
ভালো থাকিস তুই
অনেক ভালো থাকিস ...

Sort:  

great poem, love it

আমি কবিতা অনেক ভালবাসি, কবিতা লিখতে তেমন পারি না তবে মাঝে মাঝে চেস্টা করি, আপনার লেখাটা অনেক ভাল লাগল। ফলো করলাম আপনাকে, ধন্যবাদ

Apnakeo dhonnobad ami likhi sometimes :)