"আমার বাংলা ব্লগ"// কবিতা // স্বপ্নের আলো 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
রাতের আঁধারে জোনাকির মতো,
একটি স্বপ্ন জ্বলে চোখের পালকে।
নিভৃত নিশিতে হৃদয়ের মাঝে,
সে আলো খেলে নীরব কথাতে।
নক্ষত্র ছুঁয়ে আসে তার রঙ,
হৃদয় জুড়ে ছড়িয়ে দেয় ঢেউ।
ভবিষ্যতের ক্যানভাসে আঁকে
একটি গল্প,অনেক আশা।
ভাঙা গানের সুরে বাজে যে তান,
তাতে মিশে থাকে স্বপ্নের ছায়া।
ঘুম ভেঙে গেলে মুছে যায় সব,
তবু মনে রয়ে যায় তার মায়া।
আলোটি ছোট, কিন্তু দীপ্তিমান,
আলোকিত করে কালো রাত।
ভবঘুরে মন খোঁজে পথ তার,
যেখানে স্বপ্ন, সেখানে প্রভাত।
নিভে যাওয়া চাঁদের আলোও জানে,
স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে।
চলার মাঝে হোঁচট খেলেও,
সে আলো হৃদয়ের সাহস রাখে।
তাই তো আমরা চোখ মেলে চাই,
নির্বাক রাতেও খুঁজি আলো।
স্বপ্নের আলোয় জ্বলে নতুন দিন,
ভবিষ্যতের পথেকে করে অনেক ভালো।
https://x.com/rayhan111s/status/1941851434292793449?t=UjPLl5lULJTdFHP-LDM3hQ&s=19
https://x.com/rayhan111s/status/1942104151837798624?t=siymPmmC3L9K-l2uaY2cTQ&s=19
https://x.com/rayhan111s/status/1942104609474200033?t=95AgkOwr_V_W0L1mWD4kyw&s=19
https://x.com/rayhan111s/status/1942104748930507185?t=21f2V8blm0KJlXE9LZOWjw&s=19
https://x.com/rayhan111s/status/1942104897861869764?t=H9pwTFqfoRo0RPysMjNS_g&s=19
ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে উপস্থাপন করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক আজকের কবিতাটিও অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ কবিতা লাইন গুলো খুব সুন্দর করে সাজানো হয়। ঠিক তেমনি আজকে আপনি স্বপ্নের আলো খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন। কবিতার নামটাও ভীষণ সুন্দর ছিল। তাছাড়া কবিতার প্রতিটি লাইন আপনি খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন। আপনার কবিতাটি পড়ে ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।