"আমার বাংলা ব্লগ"// কবিতা // স্বপ্নের আলো 💖

in আমার বাংলা ব্লগ14 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

স্বপ্নের আলো কবিতাটি লেখার পরে পড়তে পড়তে মনে হলো,মানুষ আসলে আলোর মাঝেই বাঁচে। সেটা হয়তো সূর্যের নয়, কোনো নিরব, ক্ষীণ স্বপ্নের আলো। রাতের নিস্তব্ধতায় যখন চারপাশ নীরব, তখনই সেই ছোট্ট স্বপ্নের আলো চোখে খেলে যায়। কবিতার প্রতিটি চরণ যেন মনে করিয়ে দেয়,হতাশা, ব্যর্থতা, বা আঁধারের মধ্যেও আশার এক বিন্দু আলো থাকে, যা পথ দেখায়।এই কবিতার গভীরতা শুধু শব্দে নয়, অনুভবে। জীবনের প্রতিটি ভাঙাচোরা মুহূর্তে এই স্বপ্নেরা আমাদের নতুন করে গড়তে শেখায়। অনেক সময় বাস্তব বড় কঠিন হয়ে পড়ে, কিন্তু স্বপ্নের সেই ক্ষণিক আলো আমাদের সাহস জোগায় আবার উঠে দাঁড়াতে।এই কবিতা যেন মনের মধ্যে এক নরম, আলোছায়াময় ছোঁয়া দিয়ে যায়,যা বলে, তোমার স্বপ্নগুলো এখনো বেঁচে আছে।"সত্যিই, স্বপ্ন ছাড়া জীবন কেমন শূন্য হয়ে যায়। আমার লেখা মনের অনুভূতিমূলক এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি খুবি আনন্দিত। আশা করি আপনাদের ভালো লাগবে।


স্বপ্নের আলো
মোঃরায়হান রেজা


রাতের আঁধারে জোনাকির মতো,
একটি স্বপ্ন জ্বলে চোখের পালকে।
নিভৃত নিশিতে হৃদয়ের মাঝে,
সে আলো খেলে নীরব কথাতে।

নক্ষত্র ছুঁয়ে আসে তার রঙ,
হৃদয় জুড়ে ছড়িয়ে দেয় ঢেউ।
ভবিষ্যতের ক্যানভাসে আঁকে
একটি গল্প,অনেক আশা।

ভাঙা গানের সুরে বাজে যে তান,
তাতে মিশে থাকে স্বপ্নের ছায়া।
ঘুম ভেঙে গেলে মুছে যায় সব,
তবু মনে রয়ে যায় তার মায়া।

আলোটি ছোট, কিন্তু দীপ্তিমান,
আলোকিত করে কালো রাত।
ভবঘুরে মন খোঁজে পথ তার,
যেখানে স্বপ্ন, সেখানে প্রভাত।

নিভে যাওয়া চাঁদের আলোও জানে,
স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে।
চলার মাঝে হোঁচট খেলেও,
সে আলো হৃদয়ের সাহস রাখে।

তাই তো আমরা চোখ মেলে চাই,
নির্বাক রাতেও খুঁজি আলো।
স্বপ্নের আলোয় জ্বলে নতুন দিন,
ভবিষ্যতের পথেকে করে অনেক ভালো।

fox-ga73d03b37_1920.png

source

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 13 days ago 

ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে উপস্থাপন করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক আজকের কবিতাটিও অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 days ago 

কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ কবিতা লাইন গুলো খুব সুন্দর করে সাজানো হয়। ঠিক তেমনি আজকে আপনি স্বপ্নের আলো খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন। কবিতার নামটাও ভীষণ সুন্দর ছিল। তাছাড়া কবিতার প্রতিটি লাইন আপনি খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন। আপনার কবিতাটি পড়ে ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।