"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমার নামে 💖

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

ভালোবাসা শব্দটা কেবল অনুভূতির নয়, এটা একটা জীবন্ত গল্প।যা প্রতিদিন নতুন করে লেখা হয়। আজ আমি সেই গল্পেরই এক টুকরো তুলে ধরার চেষ্টা করেছি আমার কবিতায়। ভালোবাসা মানেই শুধু রোম্যান্স নয়, এটা একে অপরের পাশে থাকা, হাসির মাঝে কান্না খুঁজে পাওয়া, আর নীরবতায়ও অনুভব করার নাম।এই কবিতাটি লেখা হয়েছে সেই মানুষটির জন্য, যার চোখে আমি প্রতিদিন নতুন করে নিজেকে খুঁজে পাই। যার হাসিতে আমার পৃথিবী জেগে ওঠে, আর যার ছোঁয়ায় হৃদয় শান্তি খোঁজে। জীবনের নানা রঙের মাঝে সে-ই আমার স্থির জলরঙ।ভালোবাসা চিরন্তন হোক, হৃদয়ের গভীর থেকে লেখা প্রতিটি শব্দ যেন তার প্রতি আমার ভালোবাসার প্রমাণ হয়ে থাকে।আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে।


তোমার নামে
মোঃরায়হান রেজা


তোমার চোখে প্রথম আলো,
সেই যে দেখি, পৃথিবী লাগে তাই ভালো।
নীরব পথে হেঁটে চলি,
হৃদয়জুড়ে কেবল তুমি বলি।

তোমার হাসি নদীর কলরব,
ভরিয়ে তোলে প্রতিটি সব।
তোমার ছোঁয়ায় জেগে উঠে প্রাণ,
হারিয়ে ফেলি সব অজান।

রাতের তারা, চাঁদের আলো,
সবই মেলে তোমার চাহনিতে ভালো।
হাত ধরে যদি পাশে থাকো,
এই জীবনেও স্বর্গের স্বাদ রাখো।

তোমার কথা মনে পড়লেই,
জীবন যেন রঙিন এক চিত্রলেই।
ভালোবাসা তোমার, নরম বাতাস,
বুকের ভেতর বাজে সুরের আভাস।

কখনো কাঁদো, কখনো হাসো,
তবুও তুমি আমার ভালোবাসো।
সময় বদলায়, রংও ফিকে,
তবু তুমি হৃদয়েরই দীপ্ত লেকে।

তোমার জন্য লিখি প্রতিটি কবিতা,
ভালোবাসার এ যেন এক চিরন্তন নীতি।
তুমি আছো বলেই আছি বেঁচে,
তোমায় ভালোবেসেই কাটে জীবন চির সুখে।

fox-ga73d03b37_1920.png

source

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 days ago 

অসাধারণ এক প্রকাশ আপনার! আপনার লেখা কবিতাটি হৃদয় ছুঁয়ে গেল। শব্দগুলোর মাঝে যেভাবে ভালোবাসার গভীরতা আর অনুভূতির রং ফুটে উঠেছে, তা সত্যিই মুগ্ধ করার মতো। প্রতিটি লাইনে আপনার ভালোবাসা, মমতা আর আন্তরিকতা স্পষ্টভাবে অনুভব করা যায়। এমন সুন্দর কবিতা আরও পড়তে চাই। ভালোবাসা ও শুভকামনা রইলো আপনাকে ।

 3 days ago 

প্রিয় মানুষকে ঘিরে অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। প্রিয় মানুষকে ঘিরে যতই কবিতা লিখা যাক না কেন শব্দের যেন কম পড়ে না। আপনার লেখা অনেক ভালোবাসার কবিতা আমি পড়েছি। এই কবিতাটিও বেশ ভালো হয়েছে। চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া। এরকম আরো সুন্দর সুন্দর কবিতা শেয়ার করবেন।

 3 days ago 

একটি চমৎকার অনুভুতিমূলক কবিতা লিখেছেন।যেখানে প্রেমময় প্রেয়সীর কথা খুবই সুন্দর করে তুলে ধরেছেন।কবিতাটির প্রতিটি লাইন আসলেই মুগ্ধময়।আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার লেখা কবিতা খানা।

 2 days ago 

আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।

 2 days ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।