"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ভালোবাসা আসলে এক অদ্ভুত অনুভূতির নাম। এটি কখনো হৃদয়ের ডাক হয়ে আসে, কখনো মনের গহীনে অমলিন গান হয়ে বাজে। জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা আমাদের আলোকিত করে, যেমন ভোরের সূর্যের আলো অন্ধকার ভেদ করে দেয়। ভালোবাসা মানে শুধু সুখের সঙ্গী নয়, দুঃখের সময়ও এটি শক্তি জোগায়, অশ্রুর ভেতর হাসি খুঁজে পেতে সাহায্য করে। ঝড়ের মতো কঠিন মুহূর্তেও ভালোবাসা এক নরম ছোঁয়ার মতো পাশে থাকে, সাহস জোগায়, আশার প্রদীপ জ্বালায়। এই শক্তিই মানুষকে করে মানবিক, করে মমতাময়।
ভালোবাসা স্নেহের এক অবিরাম ঢেউ, যা দূরত্বকেও কাছে টেনে আনে। হাজার বাধা-বিপত্তি থাকলেও ভালোবাসা কখনো মুছে যায় না, বরং তা অমর হয়ে হৃদয়ে বেঁচে থাকে। জীবনের আসল সৌন্দর্যই হলো ভালোবাসা,যেখানে ভরসা, মায়া আর যত্ন মিলেমিশে থাকে। তাই বলা যায়, ভালোবাসাই জীবনের আসল শক্তি, আসল প্রেরণা।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
ভালোবাসা মানে হৃদয়ের ডাক,
স্বপ্নে ভাসা এক অমলিন রাখ।
মনের কোণে জ্বলে আশা,
অন্তহীন টানে বাঁধে ভাষা।
ভালোবাসা মানে সুখের দিশা,
যেখানে থাকে না কোনো বিষাদ নিশা।
অনু কবিতা-২
ভালোবাসা মানে মনের গান,
আলো ছড়ানো এক অনন্ত প্রাণ।
দুঃখের ভেতর হাসি খুঁজে পায়,
অশ্রুর মাঝে শান্তি ভাসায়।
ভালোবাসা মানে ভরসার ছায়া,
যেখানে মিলেমিশে থাকে পৃথিবি মায়া।
অনু কবিতা-৩
ভালোবাসা মানে নরম ছোঁয়া,
আলো ঝরা সকালের রোয়া।
ঝড়ের ভেতর দেয় সাহস,
অন্তর ভরে আনে ভালোবাস।
বেদনাকে করে সোনালি আলো,
ভালোবাসায় মেলে হৃদয়ের পালো।
অনু কবিতা-৪
ভালোবাসা মানে স্নেহের ঢেউ,
চিরন্তন মধুর এক রূপকথা বেউ।
দূরত্ব থাকলেও কাছে টানে,
ভালোবাসা থাকে মনে-মনে।
অমলিন থাকে যত দিন বাঁচি,
ভালোবাসায় ভরেই জীবন গড়ি।
https://x.com/rayhan111s/status/1965688371625504938?t=6Oddfg7UmhfEJZWB2WtIsA&s=19
ভাইয়া আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর ভালোবাসার মানুষকে কেন্দ্র করে কবিতা লিখেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।আজকের কবিতাটিও আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আজকে আপনি খুব সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে চারটি অনু কবিতা লিখেছেন। আর প্রতিটা অনু কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আর অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। আর ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।