"আমার বাংলা ব্লগ"// কবিতা // সুন্দর প্রকৃতি 💖

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


bird-2295436_1280.jpg

source

প্রকৃতি চিরকালই আমাকে গভীরভাবে টানে। তার নিস্তব্ধতা, তার রঙ, তার ছন্দ যেন প্রতিটি মুহূর্তে আমার হৃদয় ছুঁয়ে যায়। এই অনুভব থেকেই লিখেছি আমার কবিতা সুন্দর প্রকৃতি , নিঃশব্দ ভালোবাসার প্রকাশ যেখানে নদীর কলধ্বনি, পাখির গান, বৃষ্টির ছোঁয়া আর জোনাকির আলো একত্র হয়ে জীবনের সুর সৃষ্টি করে।এই কবিতায় আমি চেষ্টা করেছি প্রকৃতির গভীর সৌন্দর্য আর মানবমনের সংযোগকে তুলে ধরতে। গাছের ছায়া যেমন দুপুরে প্রশান্তি দেয়, তেমনি সূর্যোদয়ের আলো আবার নতুন করে বাঁচার প্রেরণা জোগায়। প্রকৃতি যেন আমাদের মনের দুঃখ, ক্লান্তি আর অস্থিরতা সব ধুয়ে নিয়ে যায়।লেখার সময় অনুভব করেছি,প্রকৃতি কেবল সৌন্দর্যের উৎস নয়, এটি এক অনন্ত শিক্ষাগ্রন্থ, যেখানে রয়েছে শান্তি, ভালোবাসা আর জীবনের মূল সুর। এই কবিতা আমার ভেতরের প্রকৃতির প্রতি ভালোবাসারই প্রতিচ্ছবি।আশা করি, আমার এই লেখাটি আপনাদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগাবে এবং তাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে।আশা করি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।


সুন্দর প্রকৃতি
মোঃরায়হান রেজা


প্রকৃতি তোমার রূপে মুগ্ধ প্রাণ,
সবুজ পাতায় জেগে উঠে নতুন গান।
নদীর কলকল ধ্বনি সুরে সুরে বাজে,
আকাশে ভেসে চলে মেঘের সাদা সাজে।

সূর্য উঠে রোজ,
ছুঁয়ে দেয় পাহাড়ের শিখর,
ভোরের হিমেল হাওয়া,
প্রাণে আনে স্বপ্ন ভর।

ফুলের হাসি, পাখির গান,
তোমার ছোঁয়ায় জীবন জানে,
বৃষ্টির ছোঁয়ায় ভিজে ওঠে,
হৃদয়ের কাব্যখানে।

নীরব দুপুরে গাছের ছায়ায় শান্তি মেলে,
প্রজাপতির পাখায় রঙ ছড়িয়ে খুশি খেলেএ।
সন্ধ্যায় ডুবে যায় দিন,
আলোয় আঁধার মিলায়,
জোনাকির আলোয় রাত,
নীরবে কবিতা গায়।

প্রকৃতি তুমি রহস্যের খনি,
তোমার রূপে মেলে প্রাণের জ্যোতি ধনী।
তুমি ভালোবাসা, তুমি অনন্ত শান্তি,
তোমার স্পর্শে জাগে,
জীবনের প্রগাঢ় ভ্রাতৃত্ববাঁধন।

হে প্রকৃতি, থাকো চিরজীবন্ত
তোমায় ঘিরেই গড়ে উঠুক,
জীবনের পবিত্র স্বপ্ন।

fox-ga73d03b37_1920.png

source

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

 5 days ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে ভীষণ সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপনি। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো এমন কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনার কবিতা লেখার দক্ষতা ভীষণ ভালো। এমন সুন্দর কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।