"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসার মায়া 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ভালোবাসা আর মায়া,দুটি শব্দ হলেও এরা হৃদয়ের গভীরতম অনুভব। ভালোবাসা কেবল রোমান্স নয়, এটি এক ধরনের নিঃশব্দ প্রতিশ্রুতি, পাশে থাকার আশ্বাস। মায়া আবার এক নরম স্পর্শ, যা ক্লান্ত জীবনে সান্ত্বনার পরশ বুলিয়ে দেয়।এই কবিতায় ভালোবাসা ও মায়ার মেলবন্ধন জীবনের বাস্তব রূপকে তুলে ধরা চেষ্টা করেছি। প্রিয়জনের হাতে হাত ধরা হোক কিংবা চোখের জল মুছে দেওয়া কোনো নিঃশব্দ মুহূর্ত,সবকিছুতেই মায়া ও ভালোবাসা ফুটে ওঠে। মনের অনুভূতি দিয়ে লেখা আমার এই কবিতাটি আশা করি আপনাদের ভালো লাগবে।
ভালোবাসা এক অনন্ত নদী,
বয়ে চলে নীরবে হৃদয়ের গহী।
মায়ার ছায়ায় জড়িয়ে থাকে,
স্বপ্নেরা নিঃশব্দে হাসে ও ডাকে।
চোখের জলেও থাকে ভাষা,
ভালোবাসা বোঝে নিঃশব্দ আশ্বাস।
মায়া যেন এক নরম চাদর,
যেখানে ক্লান্তি পায় গভীর আদর।
ভালোবাসা মানে না কোনো শর্ত,
তবু দেয় অফুরন্ত শক্তি ও মর্ত।
স্মৃতির পাতায় মায়ার ছোঁয়া,
প্রতিটা ক্ষণে করে মন রোঁয়া।
ভালোবাসা শুধু স্পর্শ নয়,
একটি দৃষ্টি, এক বিনয়।
ভালোবাসা মানে হাত ধরে থাকা,
ঝড়-বৃষ্টির মাঝেও পাশে থাকা।
মায়া থাকে মায়ের কোলেতে,
ভালোবাসা জাগে শিশুর চোখেতে।
মায়া কখনো প্রেমিকার হাসি,
ভালোবাসা তার নিঃশব্দ ভারসাম্য রাখে।
ভালোবাসা মায়ার বন্ধন জোড়া,
কখনো কান্না, কখনো সুরেলা ফোয়ারা।
তারা দুজন ছায়া ও আলো,
একসাথে থাকলে জীবন চলে ভালো।
তাই ভালোবাসো মায়া দিয়ে,
জীবন সাজাও আলো ছায়া নিয়ে।
ভালোবাসা আর মায়া,এ দুটি শব্দ,
চিরন্তন বন্ধন, হৃদয়ের নিঃশব্দ ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/rayhan111s/status/1944764205460000943?t=ih3YLm_ZVuV0C018Ro0RuA&s=19
https://x.com/rayhan111s/status/1944766768821756323?t=SeSIqQXCnvYzfggprDmHlg&s=19
https://x.com/rayhan111s/status/1944766975491928344?t=4n96hRetmdgpvE26q1WHhA&s=19
https://x.com/rayhan111s/status/1944767151140896825?t=j4MV39_Foxy3DqDAIVOJmg&s=19