"আমার বাংলা ব্লগ"// কবিতা // স্বাধীনতা তুমি 💖

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


national-martys-4087688_1280.jpg

source

আজকে মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মনের অনুভূতি থেকেই আজকে একটি কবিতা লিখেছি। আসলে ১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ঘুমন্ত বাঙালিদের তারা হত্যা করতে থাকে। তখন ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। আর জাতি নতুন ভাবে জেগে ওঠে স্বাধীনতার লক্ষ্য নিয়ে। আর এভাবেই যেন বিশ্বের মানচিত্রে নতুন একটি দেশের জন্ম হয় বাংলাদেশ নামে। লাল-সবুজের এই পতাকা ছিনিয়ে এনেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে। তাই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের মাঝে আমার লেখা এই কবিতাটি শেয়ার করলাম।


স্বাধীনতা তুমি
মোঃরায়হান রেজা


স্বাধীনতা তুমি এসেছো,
লাখো শহীদের রক্তের বিনিময়ে।
তাইতো তোমার প্রতি শ্রদ্ধা জানাই,
আমরা গভীরভাবে।

আমাদের মাঝে এসেছো তুমি,
স্বাধীনতার স্বপ্ন নিয়ে।
তোমার জন্য বিলিয়ে দিয়েছে,
বুকের তাজা রক্ত ঢেলে।

তাইতো আজ তোমায় পেয়ে,
আমরা খুশি হয়েছি।
আনন্দের সাথে তোমায় আমরা,
পালন যে তাই করছি।

ভালোবাসা দিয়ে তোমায় আমরা,
বরণ যে করে নিয়েছি।
স্বাধীনতা ভাবে মুক্ত আকাশে,
বসবাস যে তাই করছি।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমরা দুচোখ ভরে।
স্বাধীনভাবে রয়েছি মোরা
জন্মভূমির কলে।

স্বাধীনতার জন্য হাজারো ভাই,
রক্ত দিয়েছে ঢেলে।
তাইতো আমরা তাদের শ্রদ্ধা করব,
মনের গভীর থেকে।

fox-ga73d03b37_1920.png

source


💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 4 months ago 

এই কবিতাটি সত্যিই হৃদয়স্পর্শী এবং স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। শহীদদের আত্মত্যাগের স্মরণে লেখা প্রতিটি শব্দ যেন আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়।কিভাবে তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসেছে। কবিতার ভাষা এবং বাণী অত্যন্ত শক্তিশালী এবং একত্রিতভাবে আমাদের মুক্তির ইতিহাসের প্রতি সম্মান জানায়। এর প্রতিটি স্তবক যেন স্বাধীনতার অমূল্য মূল্যকে উদযাপন করে। খুবই প্রেরণাদায়ক এবং হৃদয়ের গভীরতা থেকে লেখা।