"আমার বাংলা ব্লগ"// কবিতা // প্রকৃতির মায়া 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
প্রকৃতির মায়া এমন এক জাদু যা শুধু চোখে দেখা যায় না, হৃদয়েও গভীরভাবে অনুভব করা যায়। এই কবিতায় আমি সেই মায়ার রঙ, গন্ধ, সুর আর অনুভূতিকে শব্দে আঁকতে চেয়েছি। ভোরের আলোয় পাখির গান, শিশির ভেজা পাতার হাসি, নদীর জলে রোদের নাচন,সব মিলিয়ে প্রকৃতি যেন এক অন্তহীন ভালোবাসার উৎস।প্রকৃতির প্রতিটি কোণেই লুকিয়ে আছে গল্প, যা শোনার জন্য আমাদের শুধু একটু থামতে হয়, সময় নিয়ে শ্বাস নিতে হয়। বনপথের আলো-ছায়ার খেলা, বাতাসের সাথে মাটির গন্ধ, কিংবা ফুলের নীরব সৌন্দর্য,সবই জীবনের গভীর অর্থ মনে করিয়ে দেয়। যেমন কবিতায় বলা হয়েছে, আলো আর অন্ধকার মিলিয়েই জীবন পূর্ণতা পায়, তেমনি সুখ-দুঃখের মিলনেই মানুষের হৃদয় সমৃদ্ধ হয়।
প্রকৃতির মায়া আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা আর সরলতা। যতদিন এই পৃথিবী বেঁচে আছে, ততদিন এই মায়া আমাদের মনে ভালোবাসা, শান্তি আর নতুন স্বপ্নের জন্ম দেবে। প্রকৃতি শুধু আমাদের চারপাশের দৃশ্য নয়,এটা আমাদের আত্মার আয়না, যেখানে আমরা নিজের সৌন্দর্য আর গভীরতাকে খুঁজে পাই।সেই অনুভূতি নিয়ে আমার লেখা এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
প্রকৃতির মায়া যেন এক অন্তহীন স্বপ্ন,
সবুজের সমুদ্রে ডুবে থাকে,
হৃদয়ের প্রতিটি মুহূর্ত।
গাছের পাতায় শিশিরের হাসি,
পাখির ডানায় ভোরের গান,
যেন আকাশ জুড়ে ছড়িয়ে দেয়,
ভালোবাসার গান।
নদীর জলে সোনালী রোদের নাচন,
তরঙ্গে বাজে শান্তির সুর।
বাতাসের ছোঁয়ায় মাটির গন্ধ
মনকে টেনে নেয় অজানার দিকে।
প্রতিটি ফুলের রঙে লুকিয়ে থাকে একেকটি গল্প,
যা শোনে কেবল তারা, যারা সময় নিয়ে শোনে।
বনপথে হাঁটতে হাঁটতে,
হঠাৎ পাওয়া আলো-ছায়ার খেলা,
যেন মনে করিয়ে দেয়,
জীবনও এমনই,
আলো আর অন্ধকার মিলিয়েই পূর্ণতা পায়।
প্রকৃতির মায়া শুধু চোখে দেখা নয়,
এটা এক অনুভূতি, যা হৃদয় ছুঁয়ে যায় নিঃশব্দে।
যেখানে রং, গন্ধ, সুর, আর নীরবতা
মিলে গড়ে তোলে এক স্বর্গীয় সুখ
যা শুনে মন বলে,
এই পৃথিবী যতদিন আছে,
প্রকৃতির মায়া ততদিন আছে,
ভালোবেসে ফুল ফুটাবে আমাদের মনের মাঝে।
💗🙏💗।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রকৃতির একটা আলাদা মায়া আছে যে মায়া কাটানো কখনোই সম্ভব নয়। আপনি প্রকৃতির মায়া কবিতাটির মধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। চমৎকার হয়েছে আপনার কবিতাটি এবং কবিতা রচনা করার দক্ষতা আপনার ভীষণ সুন্দর। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে ধন্যবাদ।
প্রকৃতির মায়া নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে সুন্দর একটি কবিতা সম্পর্কে জানতে পারলাম৷ তার পাশাপাশি এখানে আপনি এই কবিতার লাইনের সামঞ্জস্যতা খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
https://x.com/rayhan111s/status/1956648489074790670?t=CvhPgAKRGaPO0GckDH169Q&s=19