"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মানুষ 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমাদের সবার মনেই থাকে এক মনের মানুষ, যে থাকে হৃদয়ের গোপন অন্দরমহলে, নীরব অথচ উপস্থিত। সে-ই সেই স্বপ্ন, যেখানে আমরা বারবার ফিরে যাই, যে এক মুহূর্তে ভারী দিনটাকেও হালকা করে দেয়।তার কথা ভাবলেই পৃথিবী বদলে যায়, আকাশ হয় আরও নীল, হাওয়া হয় আরও মিষ্টি, আর নীরবতাও পায় এক অদ্ভুত সুর। তার উপস্থিতি যেন পূর্ণিমার রাত, যেখান থেকে সব দুঃখ ধুয়ে মুছে যায়, হৃদয় ভরে ওঠে শান্ত আলোয়।
কিন্তু মনের মানুষ সবসময় হাতে ধরা যায় না। কেউ কেউ শুধু স্মৃতিতে থাকে, কেউ কেউ থাকে আশার ভিতর। তবু দূর থেকেও তারা আমাদের জীবন গড়ে দেয়।এমন একজনকে পাওয়া আশীর্বাদ, আর যদি সত্যিই পাশে পাওয়া যায়, সেটাই জীবনের সবচেয়ে বড়ো অলৌকিকতা। কাছে হোক বা দূরে, তারা থেকে যায় হৃদয়ের সবচেয়ে পবিত্র আশ্রয়ে আমাদের নীরব, চিরন্তন সঙ্গী হয়ে।
মনের মানুষ যে আমার,
স্বপ্নের অন্দরমহলে থাকে,
তার চোখে আমি দেখি নদীর জল,
আকাশের নীল রঙ মাখে।
তার হাসিতে লুকিয়ে থাকে,
শিউলি-ফোটা ভোরের সুবাস,
তার কথায় ভেসে আসে,
কাশফুল-ঢাকা শরতের নিশ্বাস।
মনের মানুষ কাছে এলে মন হয়ে ওঠে,
পাখির মতো হালকা,
তখন পৃথিবী যেন বাজায় সুর,
বাঁশির টান, ঢাকের তাল।
তার ছায়া ছুঁয়ে যায় যখন,
কেটে যায় সব দুঃখের ঘোর,
জীবন হয়ে ওঠে পূর্ণিমা রাত,
আলোয় ঝলমল ঘরদোর।
সে দূরে থাকলেও আমার,
মনে তার পদচিহ্ন আঁকা,
তার স্মৃতি আমার রাত্রির,
আকাশে জ্বলজ্বলে তারা ঢাকা।
সেই তো আমার গোপন সুর,
আমার প্রার্থনা, আমার গান,
তার উপস্থিতিতে মুছে যায় সব ব্যথা,
সব হারানোর দুঃখ ।
মনের মানুষ যদি থাকে পাশে,
বড়ো কষ্টও হয়ে যায় সহজ ভাষে।
তখন সময়ও থমকে দাঁড়ায় এক মুহূর্তের জন্য,
হৃদয় জুড়ে শুধু বাজে ভালোবাসার অনন্ত ধ্বনি।
বল তো, মনের মানুষ কি শুধু স্বপ্নে থাকে?
না কি সে-ই জীবনের সত্যি,
যাকে খুঁজে মন একদিন পায়?
যদি পাওয়া যায়, তবে জীবন সম্পূর্ণ হয়,
যদি নাও পাওয়া যায়,
তবু সে থেকে যায় হৃদয়ের সবচেয়ে পবিত্র আশ্রয়।
💗🙏💗।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রেমময় ভালবাসার এরকম আবেগঘন কবিতা গুলি পড়তেও ভীষণ ভালো লাগে। ঠিক যেমনটা অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। আপনার লেখা কবিতা খানা অনেক সুন্দর হয়েছে। ভালোবাসার মানুষকে নিয়ে মনের অনুভূতি বিজড়িত রয়েছে আপনার কবিতায়।
https://x.com/rayhan111s/status/1966750821842072029?t=h1VaE0KB-XfW6e2kBu3WvQ&s=19
https://x.com/rayhan111s/status/1966752297565782381?t=TLphVRStIURtFyGznugzgg&s=19
https://x.com/rayhan111s/status/1966752993254273116?t=heO-5yImfVAvg8QzyA4zYw&s=19
বিভিন্ন রকম সুন্দর সুন্দর অনুভূতি তুলে ধরে কবিতা লিখলে সেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতা গুলো আমার প্রায় সময় পড়া হয়ে থাকে। আমার কাছে অসম্ভব ভালো লাগে আপনার লেখা কবিতা পড়তে। তেমনি ভাবে আপনার আজকের লেখা মনের মানুষ কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আশা করি সব সময় এরকম সুন্দর কবিতা লিখবেন।
ভালোবাসার মানুষকে নিয়ে কবিতা লিখতে আমার নিজের কাছেও অসম্ভব ভালো লাগে। এই অনুভূতিগুলো নিয়ে কবিতা লিখলে খুবই সুন্দর হয় কবিতা গুলো। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আপনার কবিতা গুলো সব সময় আমার পড়া হয়ে থাকে। আপনার লেখা কবিতা পড়লে আমার খুব ভালো লাগে। এই কবিতাটি সত্যি সুন্দর ছিল।
বাহ আপনি আজকেও দারুন দারুন কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটিও আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।মনের মানুষ কবিতাটি পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। তবে প্রিয় মানুষ জীবনে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আবার প্রিয় মানুষের স্মৃতি নিয়ে অনেকে বেঁচে থাকে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।