"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ভালোবাসা মানেই কি শুধু দীর্ঘ পথচলা? নাকি সেটা হতে পারে এক ফোঁটা অনুর মতো,ক্ষুদ্র, অথচ তীব্র?ভালোবাসা অনু কবিতা গুলো আমাদের মনে করিয়ে দেয়,ভালোবাসার জন্য সময়, স্থান বা প্রতিশ্রুতি দরকার হয় না।দরকার হয় শুধু একটুকরো অনুভব, একটুখানি চোখে চোখ রাখা, এক মুহূর্তের নীরব বোঝাপড়া। সেই অনুভব যদি হৃদয়ে পড়ে, তাহলে পুরো জীবনটাই বদলে যেতে পারে।ভালোবাসা অনুভব হোক প্রতিদিনের প্রেরণা।একটুকরো হাসি, মেঘলা দিনে কারও অপেক্ষা, অথবা হঠাৎ করে প্রিয় মানুষের পাঠানো একটা বার্তা।জীবন তো খুব বড় কিছু নয়।তবু এই মনের অনুভূতি শেষ হয় না। তাই মনের অনুভূতি নিয়ে লেখা আমার এই চারটি অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
তোমার চোখের দিকে তাকিয়ে,
আমি বুঝে গিয়েছিলাম,
ভাষা শুধু কথায় হয় না।
তোমার চোখে ছিল এক রকমের প্রশান্তি,
যেন কেউ আমাকে যুগ যুগ ধরে খুঁজে ফিরেছে,
আর এবার তার খোঁজ শেষ হয়েছে।
তোমার চোখ বলেছিল,
আমি আছি,থাকবো,
তোমার সাথে জনম জনম ধরে।
প্রথম প্রেমের মতো
চোখে চোখ রাখা,
তার চেয়ে গভীর কিছু আর হয় না ।
অনু কবিতা-২
সেদিন খুব হালকা করে
তুমি আমার হাত ধরেছিলে,
না, ঠিক ধরোওনি,
মনে হয়েছিল, যেন সময়টা,
এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল আমার জীবনে।
তোমার স্পর্শ ছিল
নিঃশব্দ এক আশ্বাসের মতো।
তুমি বলোনি ভালোবাসি,
তবুও অনুভব করিয়েছিলে,
তুমি ঠিকই আছো,আমার পাশে, আমার ভেতরে।
অনু কবিতা-৩
তুমি চলে যাওয়ার পরেও
আমি তোমার আসার শব্দ শুনি,
প্রতিদিন সন্ধ্যায় জানালার কাছে দাঁড়িয়ে
একটা পরিচিত ছায়া খুঁজি।
তুমি প্রতিশ্রুতি দাওনি ফেরার,
তবুও হৃদয়ের কোথাও একটা
তোমার অপেক্ষার জন্য জায়গা ছেড়ে রেখেছি।
সবাই বলে পাগলামি,
কিন্তু ভালোবাসা তো এমনই হয়,
অপেক্ষা মানে শুধু ফিরে আসা নয়,
অপেক্ষা মানে বিশ্বাস রাখা,
যেখানে তুমি নেই,তাতেও তোমার উপস্থিতি অনুভব করি
আমার মনের সবটা জুড়ে।
অনু কবিতা-৪
তোমার নামে লেখা শেষ চিঠিটা
আজও খোলা হয়নি।
শব্দগুলো জমে আছে,
আমার না বলা কথাগুলো নিয়ে।
জানি তুমি হয়তো আর আসবে না,
তবুও চিঠিটা রেখে দিয়েছি,
হয়তো কোনোদিন তুমি ফিরে এসে বলবে,
আমার জন্য রেখেছো কি?
আমি সেইদিন তোমার হাতে তুলে দেবো,
আমার ভালোবাসা,চিঠির আকারে,
যেখানে প্রতিটি শব্দ কাঁদে বলবে,
তবুও ভালোবাসে আমি তোমারে।
💗🙏💗।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1944832565493555632?t=vYMhnaL0NThlikabTNbeaQ&s=19
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
ভাইয়া আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আজকে আপনি সুন্দর সুন্দর টপিক নিয়ে চমৎকার চারটি-অনু কবিতা লিখেছেন। তবে আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আর অনু কবিতার মধ্যে নিজের চমৎকার অনুভূতি প্রকাশ করা যায়। আর আপনি এমনিতে অনু কবিতা এবং কবিতা অসাধারণ লেখেন। ভালো লাগার মত অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
একবারে অসাধারণ কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এই সুন্দর অনু কবিতা গুলো পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ আর এই অনু কবিতাগুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ এখানে আপনার অনুভূতিগুলোকে খুবই সুন্দরভাবে আপনার এই অনু কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
https://x.com/rayhan111s/status/1945480057289367959?t=NiJhdn3cGmU1zyd2qpY12w&s=19
https://x.com/rayhan111s/status/1945480465797857758?t=lct-8PRNCKnsnxlWUBlm-A&s=19