স্বরচিত কবিতা:||"চেতনায় স্বাধীনতা"||@samhunnahar

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা!

আশা করি সকলেই ভাল আছেন
এই মহান বিজয় দিবসের মাসে।

11.jpg
Made -by-Canva

আমিও বেশ ভাল আছি এই ডিসেম্বর মাস যেহেতু আমাদের বিজয়ের মাস।বাচ্চাদের পরীক্ষা শেষ প্রায় সব স্কুল বন্ধ।সেই সাথে বিজয়ের মাসে আমাদের প্রিয় ঋতু শীতকাল সব মিলিয়ে বেশ ভালো সময় যাচ্ছে।আপনারা সবাই জানেন গত ১৬ ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসের দিন চলে গেছে।যদিও ১৬ ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস কিন্তু ডিসেম্বর মাস জুড়ে আমাদের বিজয়ের উল্লাস থেকে যায়।১৬ ডিসেম্বর এর দিন আমি মেয়েকে নিয়ে বেশ ব্যস্ত ছিলাম স্কুলে নিয়ে যাওয়ার কারণে।সেই দিন আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম সময়ের অভাবে হয়ে ওঠেনি।তাই আমি আজ বিজয়ের চেতনা নিয়ে একটি কবিতা লেখার জন্য চেষ্টা মাত্র।

আমি আমার কবিতার পটভূমিতে এইটাই লিখব স্বাধীনতা শুধু মুখে বললে শেষ হয়ে যায় না।স্বাধীনতার চেতনা বোঝা বড়ই মুশকিল।স্বাধীনতা মানে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই অনুভব করতে পারি।আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা আমাদেরকে এমন সুন্দর একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন যেখানে অবাধ চলাচল, খাওয়া, থাকা, ঘোরাফেরা এমনকি জীবনের সবক্ষেত্রেই অনুভব করা যায় বিজয় কি।যদি আমরা এমন সুন্দর একটি স্বাধীন দেশ নাই পেতাম তাহলে আমাদের পরাধীন হয়ে থাকতে হতো। বন্দিশালায় জীবনযাপন করতে হতো যেখানে কোনো স্বাধীনতা থাকে না প্রতিটি ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা কাজ করতো।তাই আমি আমার মনের চেতনা থেকে একটি স্বাধীনতার কবিতা লিখেছি।আজ আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতাটি ভালো লাগবে।

স্বাধীনতা তুমি আমার অহংকার.jpg
Device-Wiko-T3 -Made by Canva

"চেতনায় স্বাধীনতা"


স্বাধীনতার চেতনা খুঁজি আমি রাতের অন্ধকারে
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
দূর আকাশের দিকে তাকিয়ে,
রাতের তারা গুলোকে স্বাধীনতা মনে হয়,
ইচ্ছে মতন জ্বলছে আর নিভছে।


স্বাধীনতার চেতনা খুঁজি আমি মায়ের মুখের হাসিতে
যে হাসিতে নেই কোনো ভেদাভেদ,
নেই কোনো ধরণের বিদ্রুপ-বিদ্বেষ।
স্বাধীনতা খুঁজি আমি মায়ের শাড়ির আঁচলে,
যেখানে থাকে সন্তানের জন্য নিবিড় ছায়া ও মায়া।


স্বাধীনতার চেতনা খুঁজে পাওয়া অনেক মুশকিল।
আমরা স্বাধীনতার চেতনা কি তা গুলিয়ে ফেলি।
স্বাধীনতার চেতনা বোঝা অত সহজ বিষয় নয়।


স্বাধীনতা মানে ঐযে দেখো ঘুরে বেড়াই
পথের ধারে যত্নহীন বেজন্মা ফুল।
স্বাধীনতা মানে নন্দিনীর মুখের অম্লান হাসি
যা একটি মায়ের জন্য খুশি রাশি রাশি।


স্বাধীনতার মানে বর্ষার বারিধারা অবিরাম ঝরছে,
রিমঝিম রিমঝিম টাপুর টুপুর বৃষ্টির সুর বাজছে।
স্বাধীনতার চেতনা খুঁজি কৃষকের মুখের অকৃত্তিম হাসিতে,
যার অদম্য কষ্টের বিনিময়ে আমরা দুই মুঠো খেতে পারি।


স্বাধীনতার মানে খুঁজি আমি স্বামী-স্ত্রীর পবিত্র ভালোবাসায়,
যে স্ত্রী অধীর মনে অপেক্ষা করে
দিন শেষে স্বামীর বাড়ি ফিরে আসার আশায়,
যেখানে থাকে নিবিড় যত্ন আর
ভালোবাসা শুধু ভালোবাসা।


তবে স্বাধীনতার চেতনা মানে কি মিটিং মিছিল যুদ্ধ?
মোটেও তা ঠিক না আমি স্বাধীনতার চেতনা খুঁজি শান্তিতে,
নীরবতায়, ভালোবাসায়, শ্রদ্ধায়,
একে অপরকে বুঝার মধ্যেই স্বাধীনতার চেতনা।


স্বাধীনতা তুমি আছ আমার চেতনায়
আমার ভালবাসায়, আমার শ্রদ্ধায়।
স্বাধীনতা আমি তোমাকে অনেক ভালোবাসি
আমি আমার সব চেতনাই তোমাকে খুঁজে ফিরি
তোমাকে খুঁজে পায় বারবার।


APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3yPNYivGJdqH6B9D1B9GXFbD3dJzQrYgDA2fPfS3ZHNhhEkcpTcJnN3QULYgUTRVotiJ123jGrA41SH2EjaT7L14Q39dw5rYykqAVuEdE1gSbZnp5vSsPJrcnUbUBfGHFw64kBv4tGMxfRjPRf5bwk7TqXfv147cy1nisvfsgzYYSL.png

সমাপ্তি-@samhunnahar


প্রিয় বন্ধুরা আমার আজকের কবিতা আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।আজ আমি এখানে আমার লেখা সমাপ্তি করছি।আবার উপস্থিত হব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন।

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErUogEiSdZAWauW2HBq1zWnaXTkFLcSDf1FNjZSG74aKLZVGvRiXgXAoHNcwd2pCdbdU4UBDUSCpWCCEVSxQb1dLcZJjZwnHQ7cKET7dP2WdCG8XqX6kAVShvxwj4ADcqXM5SRVok8jcf6QUdnKuHYGEBSfAT19oFbhrhr1248EYdHUHm3UH5XWQxGVuZ7.png


APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwGY4qLr9xmZ7c86Ji8SC8DHe4BCf25XqGMPXA2nLhARG1mMDqxEiyT2jrzVshRUi2cq3cHPD66Eymo7i2NwAjuLx9CE9MSpWCU4Y74qfmhAjFFHixiQ4.png

WhatsApp Image 2022-11-03 at 4.38.39 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E2RD15UbNVFsTMWGdT3J4JF2P75YwSv7CtVBnbfgMY5AKrRKdBd4xhVpA6oA5Khtkx9oQEci3YH9cgF4c1qZ2QD5YCXRiUX.gif1.gif

Sort:  
 3 years ago 

বাহ! চমৎকার লিখেছেন আপু! আমরা অনেকেই স্বাধীনতার চেতনা বলতে শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসকেই বুঝে থাকি! আপনার কবিতা পড়লে যেকারো আইডিয়া ভুল প্রমাণিত হবে! দারুণ লিখেছেন আপু 🌼

 3 years ago 

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা এবং চেতনার মধ্যে স্বাধীনতা স্বরণ রাখাই হচ্ছে যথেষ্ট।

 3 years ago 

আপনার নিজের লিখা কবিতাটি পড়ে মুগ্ধ হয় গিয়েছি আপু।আপনি খুব সুন্দভাবে প্রতিটি লাইন বর্ণনা করেছেন,যেটা দেখে অনেক ভালো লাগলো।স্বাধীনতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার কবিতাটি আপনার অনেক ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হয়েছি আমি।

 3 years ago 

কবিতা পড়তে আমার কাছে সব সময় ভালো লাগে। এমনকি আমিও মাঝে মাঝে কবিতা লিখি। আজ আপনি চেতনায় স্বাধীনতা নামে যে কবিতাটি লিখেছেন এটি খুবই সুন্দর হয়েছে ।কবিতার প্রতিটি লাইন খুবই অর্থপূর্ণ ধন্যবাদ।

 3 years ago 

আমারও আপু কবিতা লিখতে এবং পড়তে অনেক ভালো লাগে তবে সময়ের অভাবে কবিতা লেখা তেমন হয়ে ওঠে না।

 3 years ago 

স্বাধীনতা নিয়ে আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। মনের অনুভূতিগুলো ছন্দের সাহায্যে কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রকাশ করেছেন। আপনি ঠিকই বলেছেন স্বাধীনতা মানে মিছিল মিটিং মারামারি কাটাকাটি নয়। কবিতার শেষ লাইনগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে গেল।

স্বাধীনতা তুমি আছ আমার চেতনায়
আমার ভালবাসায়, আমার শ্রদ্ধায়।
স্বাধীনতা আমি তোমাকে অনেক ভালোবাসি
আমি আমার সব চেতনাই তোমাকে খুঁজে ফিরি
তোমাকে খুঁজে পায় বারবার।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ঠিক তো ভাইয়া দেশ অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে শান্তির জন্য কিন্তু যুদ্ধের জন্য নয় ধন্যবাদ ভাইয়া একমত হওয়ার জন্য।

 3 years ago 

আপনার কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু 👌 তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আর সেই স্বাধীন দেশের নাগরিক আমরা, সত্যিই গর্বিত বাঙ্গালী আমরা। প্রতিটি লাইন ভীষণ সুন্দর ছিল এবং স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি আপনার ভালো লেগেছে।সুন্দর মন্তব্য করে পাশে থেকেছেন এবং উৎসাহ দিয়েছেন।

 3 years ago 

আসলে আপু আমাদের চেতনায় স্বাধীনতা। স্বাধীনতা আমাদের জীবনে সবচেয়ে বড় উপহার হয়ে এসেছে। তা না হলে সারা জীবন আমাদের কে পরাধীন জীবন পার করতে হতো। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু স্বাধীনতা নিয়ে। সবাই তো দেখছি একেবারে কবি হয়ে উঠছে।🥰🥰

 3 years ago 

হ্যাঁ আপু দিন দিন কবি হয়ে যাচ্ছি তাও ভুল বলেননি ঠিক বলেছেন 😀😀।

 3 years ago (edited)

আপু স্বাধীনতা নিয়ে খুব সুন্দর আর মন ছুয়ে যাওয়া একটি কবিতা আপনি লিখেছেন। সবচেয়ে বড় কথা আমাদের মুক্তিযোদ্ধাদের কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। আপনার কবিতার প্রতিটি লাইনে মন ছুয়ে গেছে। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে নিচের লাইনগুলো-

স্বাধীনতার চেতনা খুঁজি আমি মায়ের মুখের হাসিতে
যে হাসিতে নেই কোনো ভেদাভেদ,
নেই কোনো ধরণের বিদ্রুপ-বিদ্বেষ।
স্বাধীনতা খুঁজি আমি মায়ের শাড়ির আঁচলে,
যেখানে থাকে সন্তানের জন্য নিবিড় ছায়া ও মায়া।

 3 years ago 

দেশ যদি স্বাধীন না হতো তাহলে আমরা এসব থেকে বঞ্চিত হতাম।আমরা খোলামেলাভাবে চলতে পারতাম না বন্দিশালার মত জীবন যাপন করতে হত।ধন্যবাদ আপনাকে আমার কবিতা ভালো লেগেছে তাই।

 3 years ago 

১৬ই ডিসেম্বরে আপনি আপনার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকার কারণে কবিতাটি লিখতে পারেননি। আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। কবিতার নামটি খুবই সুন্দর চেতনার স্বাধীনতা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি আপু ব্যস্ততার জন্য ১৬ই ডিসেম্বরের দিন লিখতে পারি নাই তাই পরে লেখার চেষ্টা করেছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামত দিয়ে সহযোগিতা করার জন্য।