আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৬ জুলাই ২০২৫
|
হবে কি আমার চাওয়া?
তোমার চোখে রাখবো আমার
না-বলা সব কথা।
হবে কি আমার প্রেমের আহ্বান?
শুনবে কি নীরব গান?
তোমার নামেই চঞ্চল মন
তুমি আমার মান-অভিমান।
এই হৃদয়ের স্পন্দন
তোমার জন্য ধ্বনিত প্রতিক্ষণ,
ভালবাসি আমি তোমায়-
জড়ালে এ কোন মায়ায় আমায়!
|
|-শুভরাত|
|
ছড়িয়ে আছে কত মায়াজাল,
শুনবে তুমি? খবর আছে
কার বিহনে, কার কি হাল?
ঠিক কত পথ পেরিয়ে এলে
ঘুঁচবে মনের সব সংশয়;
মনের কথা জানান দেওয়ার
এক জীবনই যথেষ্ট হয়।
এইখানেতে রোজই হারায়
স্বপ্ন চোখের, মনের ভাষা,
তবুও এ মন স্বপ্ন সাজায়
সত্যি হবে সকল আশা।
|
|-শুভরাত|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.479893877654415 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.