আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৯ জুলাই ২০২৫

in #poetrylast month
আসসালামুআলাইকুম

IMG_20250627_183124.jpg

|

শেষ বিকেলের ভেজা রোদে
চুপচাপ বসে মন একা
হাঁটুর ওপর হাত, চোখে নীরবতা
ভেতরে কোথাও বাজছে কি কথা।

ক্লান্ত, উদাস মন
যেন বলছে বারে বারে
জীবনের সব হিসেবনিকেশ
ছেড়ে দাও দেয়াল ঘড়িটাতে।

বাতাস থেমে যায়
চোখে সময় থমকে দাঁড়ায়
যেন শুষে নেয় যতো ব্যথা
যা ছিল গোপন খাতায়।

|
|-শুভ বিকেল ☕🍃|

IMG_20250627_183133.jpg
|

থেমে তো কিছুই থাকেনা
সময় চলে নিজ ছন্দে
দিন গড়িয়ে রাত—
আলো ঢেকে যায় অন্ধকারে।

কিন্তু জমে থাকে কিছু কথা
একটা হাসি, একটু ছোঁয়া
স্মৃতির পাতায় রেখে যায়
গভীর আঁচড়ে নীরবতা।

মৌন রজনীর চন্দ্রালোকে
কবিতায় নেমে আসে তার রূপ
মন দর্পণে আঁকা যেন
অজস্র নীরব শব্দের কূপ।

|
|-শুভ বিকেল ☕🍃|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.47989458986567 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Wow, @shakilkhan, this post is absolutely captivating! The imagery of your photographs perfectly complements the evocative verses of your poem. The feeling of quiet contemplation in the face of a setting sun is palpable. "জীবনের সব হিসেবনিকেশ / ছেড়ে দাও দেয়াল ঘড়িটাতে" – that line truly resonated with me. You've beautifully captured the bittersweet beauty of fleeting moments and the enduring power of memory. Thank you for sharing this slice of tranquility with us. I encourage everyone to immerse themselves in these words and images. What lines spoke to you the most? Let's discuss!