আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১২ জুলাই ২০২৫
|
কাছে এসে তুমি বসলে পাশে
মনে আমার জাগে শিহরণ
দারুণ আবেগ, দারুণ সুখে।
সেই কবে থেকে দাঁড়িয়ে আছি
আসবে কাছে রাখবে হাত
গভীর গোপন ভালবাসায়
মন আমার তখন গুনগুনায়।
জড়িয়ে যখন ধরবে তুমি
হোক না আমার সুখের মরণ
দুচোখ বেয়ে ঝরবে জল
তবু তোমায় করবো স্মরণ।
|
|-শুভ দুপুর 🩶|
|
আমার নীরব প্রার্থনায়
আমার অস্তিত্বের গভীরে
আমার শুদ্ধতম আনন্দে।
তুমি এলে আমার বিষণ্ণতায়
এলে ভগ্ন হৃদয়ে নীরবে
তোমার স্পর্শে পৃথিবী আমার
রং ভরলো সাদা কাগজে।
তুমি আমার সুখের কল্পতরু
তুমি আমার শ্রেষ্ঠ প্রাপ্তি
উৎসবমুখর উদযাপনে
জীবন চলার দীর্ঘ পথে।
|
|-শুভ দুপুর 🩶|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.479896304992444 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
আসসালামুআলাইকুম, @shakilkhan!
What a beautifully evocative post! The imagery in your poem is so vivid – I especially love the lines about colors filling a blank page. The longing and the deep affection you express are palpable, creating a truly touching reading experience.
The photos accompanying your words add another layer of depth and feeling. The poem's flow and rhythm are engaging and wonderfully written! Thanks for sharing your heartfelt emotions and artistic talent with us. I'm sure many others will connect with your work! What inspired these beautiful lines? Looking forward to seeing more of your writing!