একগুচ্ছ অনুকবিতা - 🌧️ " বৃষ্টির অনুভূতি নিয়ে লেখা অনুকবিতা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো একগুচ্ছ অনুকবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
একগুচ্ছ অনুকবিতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ অনুকবিতার।কবিতা কিংবা অনুকবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়।তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি অনুকবিতা লেখার।আপনাদের অনুপ্রেরণাতে সব সময় অনুকবিতা লেখার চেষ্টা করি।প্রতি সপ্তাহে একটি অনুকবিতার পোস্ট আমি শেয়ার করে থাকি।আজকে তাই এলাম অনুকবিতা নিয়ে।আশাকরি আমার লেখা অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে কবিতা লেখার প্রতি উৎসাহিত করে।
আমার আজকের লেখা অনুকবিতা গুলো বৃষ্টি নিয়ে লেখা।পুরো দেশ জুড়ে খুবই তাপদাহ চলছিল।গরমের তাপে শহর ও গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল।আজ সকাল থেকে সব জায়গাতেই কম -বেশী বৃষ্টি হয়েছে।এতে করে সবাই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।আমাদের ঢাকাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে আজ।ঢাকাতে একটি নয় দুটো সমস্যা হয় বৃষ্টি হলে।এক বিদ্যুৎ চলে যায়। আর দুই নাম্বার হলো পথ-ঘাট পানিতে ডুবে যায়। আর এতে করে অনেক বেশি কষ্ট হয় মানুষ গুলোর।নয়তো এই গরমে আজকের এই বৃষ্টিতে সবাই খুব আরাম পেয়েছে।এই বৃষ্টি ই হচ্ছে আমার আজকের অনুকবিতাগুলোর বিষয়বস্তু।বৃষ্টি কে কেন্দ্র করেই আমি আজকের অনুকবিতা গুলো লেখার চেষ্টা করেছি।
আসুন অনুকবিতা গুলো আবৃত্তি করি----
অনুকবিতা -১
আকাশে আজ সেজেছে মেঘ
আঁধারে গেছে ছেয়ে
টাপুর টুপুর বৃষ্টি হবে
মনটা ভিজবে তবে।
চারিদিকে নেমেছে আঁধার
সূর্য গেছে ডুবে
মেঘের ভেলায় ভেসে ভেসে
বৃষ্টি শুরু হবে।
অনুকবিতা -২
টাপুর টুপুর বৃষ্টি পরে
নদীনালা খালে-বিলে
ধানের শিষে লাগে দোলা
বাতাসের ঐ কলোরবে।
মন মাতানো বৃষ্টির সুর
মনের মাঝে বাজে সুমধুর
বাদল দিনের উতলা মনে
ব্যাকুল হয়েছে আমার এ মন।
অনুকবিতা -৩
মেঘলা দিনের মেঘলা আকাশ
উতলা করেছে মন বিরহ ব্যথায়
ছেলেবেলার সেই সুখস্মৃতি
মনের মাঝে ভিড় করেছে।
হারিয়ে যাওয়া সেই শৈশব
লুকোচুরি করে আজ মনের মাঝে
কতোই না খুনসুটি আর কলোরবে
ভিজেছিলাম মনের সুখে।
অনুকবিতা -৪
টিপটিপ বৃষ্টি পরে
সারাদিন আর রাত্রি প্রহরে
রাস্তাঘাট গুলো ভিজেছে আজ
বৃষ্টির ফোটা লেগেছে গায়ে।
শহর হয়েছে আজ বড়ই স্নিগ্ধ
বৃষ্টির ছোঁয়ায় তরুন দীপ্ত
সতেজ হয়েছে গাছের পাতারা
শীতল হয়েছে মানুষের মন।
আজ আর নয়।আশাকরি আজকের অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন অনুকবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | অনুকবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
https://x.com/shimulakter403/status/1925613562669535353?t=swmGvk91LcB0DyIxck8w3g&s=19
https://x.com/shimulakter403/status/1925615227959136418?t=V-UuMWJUlep5Fzbku_ySTA&s=19
https://x.com/shimulakter403/status/1925615592184140127?t=Hh3lxsJwC5lrma3Zvu3A7g&s=19
বৃষ্টি নিয়ে আপনার লেখা অনু কবিতাগুলি ভীষণ সুন্দর লেগেছে পড়তে। কবিতাগুলি পড়তে পড়তে যেন আলাদা একটি বৃষ্টির অনুভূতি পেলাম। অনেক সুন্দর আপনি ছন্দ মিলিয়েছেন প্রত্যেকটি অনু কবিতায়। ছন্দময় কবিতা পড়তে বেশ ভালো লাগে। ধন্যবাদ।।
প্রাকৃতিক পরিবেশ এবং বৃষ্টির অনেক সুন্দর বর্ণনা করেছেন আপনি আপনার এই কবিতা গুলিতে। অনেক সুন্দর ভাবে ছন্দময় একটি কবিতা রচনা করেছেন। বাইরে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে আপনার এই বৃষ্টি নিয়ে অনু কবিতাগুলি পড়ে একটা আলাদাই অনুভব হচ্ছে। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এমন সুন্দর বৃষ্টির আবওহাওয়ার দিনে আপনার অনু কবিতা গুলো দেখে বেশ ভালো লাগল। চমৎকার ছিল আপনার কবিতা গুলো আপু। খুবই সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই অসাধারণ অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই কবিতা গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি যেরকম লাইনে সামঞ্জস্যতা বজায় রেখেছেন এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অনু কবিতা আমার অনেক ভালো লেগেছে৷