আমার স্বরচিত বিরহের কবিতা — “বিষন্ন মনে “

in আমার বাংলা ব্লগ13 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত বিরহের কবিতাঃ


IMG_0924.jpeg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রেরণিত হই।

বিরহ কিংবা ভালোবাসা অনুভুতি যেমনই হোক না কেন সব অনুভূতি নিয়েই কবিতা লিখতে আমার ভালো লাগে।আজকে বিরহ নিয়ে কবিতাটি লিখেছি।যারা বিরহ নিয়ে কবিতা পড়তে ভালোবাসেন তাদের কাছে আমার লেখা আজকের কবিতাটি আশাকরি ভালো লাগবে।মানুষের মনেআর মধ্যে ভালোবাসার পাশাপাশি বিরহের বসবাস।বিরহ আছে বলেই ভালোবাসা এতটা মধুর।বিরহ ভালোবাসাকে ছন্দ এনে দেয়।তাই বিরহকে ছাডা ভালো বাসা কল্পনা করা যায়না।

আমার আজকের কবিতাটির নাম আমি দিয়েছি -“ বিষণ্ণ মনে “।মনটা যখন খারাপ থাকে তখন ই কিন্তু বিষণ্ণতা ভর করে মনে।কোন কিছুতে তখন আর ভালো লাগে না।তখন ইচ্ছে করে একান্তে বসে থাকতে।বসে বসে স্মৃতির পাতা উল্টাতে ভীষণ ভালো লাগে তখন।ফেলে আসা সুখ স্মৃতি গুলো মনের মাঝে দোলা দিয়ে যায়।বিষণ্ণ মন নিয়ে বসে ভাবনা ছাড়া আর কী ই বা করা যায়।মনের গহীনে লুকিয়ে থাকা কষ্ট গুলো মনের মাঝে বিরহের সুর হয়ে বাজে।কষ্টের অনুভূতি গুলো মনের চঞ্চলতাকে আটকে রাখে।কোন কাজেই মন বসানো যায়না।চঞ্চল মন স্থবির হয়ে পরে।এমন কিছু অনুভূতি নিয়ে আমি আমার আজকের কবিতাটি লিখেছি।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন,বন্ধুরা কবিতারি আবৃত্তি করি--

কবিতা- "বিষণ্ণ মনে “


.

লেখা - শিমুল আক্তার


বিষণ্ণ মনে একাকী ভাবি
অনেক সুখ কথা
ফেলে আসা সুখ স্মৃতি
ভোলায় মনের ব্যথা।

কিছুটা সময় আপ্লুত হই
ভেবে সুখস্মৃতি
কষ্ট গুলো ভুলে থাকি
সুখ অনুভব নিয়ে।

ভালো লাগা অনুভূতি
জাগায় মনে আলো
আঁধারের মাঝে খুঁজে ফিরি
নিভে যাওয়া আলো।

জীবনের এই সন্ধিক্ষণে
আশার আলো হয়ে
অতীত স্মৃতি বাড়িয়ে তোলে
সাহস মনের জোড়ে।

একলা আমি একলা বসে
কত কথা ভাবি
জীবনেরই বাঁকে বাঁকে
চোরাবালি থাকে।

সাহস করি মনে মনে
নিজের সাহস নিজে
এগিয়ে যেতে হবে আবার
নতুন দিনের তরে।

IMG_0779.png

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_0782.jpeg