আমার স্বরচিত বিরহের কবিতা - “ একাকী প্রহর “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত বিরহের কবিতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।মোবাইল নষ্ট হয়ে যাওয়াতে কোন কাজ করেই যেন স্বস্তি মিলছে না।কী পোস্ট করব তাও বুঝতে পারছি না।আপনারা তো জানেন আমি অসুস্থ তার মধ্যে আই প্যাড হাতে নিয়ে লেখা শক্তিতে কুলাচ্ছে না।মোবাইলের চেয়েও বড় এই আই প্যাড।প্রায় দুই বছরের উপর মোবাইলে লিখে যাচ্ছি।অভ্যাস বড় একটি ব্যাপার।তার মধ্যে আবার অসুস্থ।এরপরেও কী করে লিখে যাচ্ছি জানেন,একমাত্র আপনাদের ভালোবাসার অনুপ্রেরনায়।ভালোবাসার শক্তি সবকিছুকে ছাড়িয়ে যায়।সেই ভালোবাসার শক্তি নিয়েই লিখে যাচ্ছি।
কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রেরণিত হই।
কাজকে ভালোবেসে বেঁচে আছি।কাজ মনকে চঞ্চল রাখে।কাজ ছারা স্থবির জীবন কখনও কারো কাম্য নয়।কবিতা আমাদের স্থবির মনকে চঞ্চল করে তোলে।তাই মন যখন কারো কোন বিরহে কাতর থাকে,মন অশান্ত হয় কোন কারণে তখন কবিতা আমাদের মনটাকে প্রশান্তি এনে দেয়।কবিতা আমাদের মনের খোরাক জোগাতে সাহায্য করে।তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একটি কবিতা লিখতে।আজ ও চেষ্টা করলাম একটি কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে আশাকরি আপনাদের কাছে আমার আজকে লেখা কবিতাটিও ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি আমার লেখা আজকের কবিতার নাম দিয়েছি “একাকী প্রহর “।আজকের কবিতাটি মূলত বিরহ নিয়ে লেখা।বিরহ নিয়ে লিখতে আমার এমনিতেই ভালো লাগে।আর এখন আমার বিরহ চলছে।মোবাইল নষ্ট হওয়াতে কোন কাজ ই ঠিক ঠাক ভাবে করতে পারছি না।কোনো রকম পোস্ট করতে পারছি।কারো সাথে যোগাযোগ করতে পারছি না।অনলাইনের মানুষ গুলোকে অফলাইনে খুঁজে পাচ্ছি না।জীবন মনে হয় থেমে থেমে চলছে।বিরহের কিছু অনুভূতি নিয়ে আমি আজকের কবিতাটি লিখেছি।
আসুন কবিতাটি আবৃত্তি করে আসি—-
কবিতা- "একাকী প্রহর “
লেখা - শিমুল আক্তার
একাকী প্রহর একলা বসে
দুঃখ শোকে বিষণ্ণ মনে
আকাশ-কুসুম চিন্তা গুলো
মনের মাঝে দিচ্ছে সাড়া।
পথ চেয়ে বসে আছি
ভাবনা গুলো কেটে যাবে
একলা প্রহর একলা কাটে
বিরহ ব্যথা বুকে নিয়ে।
পথিক হারিয়ে পথের দিশা
অবুঝ মনে উতলা হয়ে
পথ খুঁজে খুঁজে যাচ্ছে
মিলবে কবে পথের দিশা।
সময় বড্ড দ্রুতগামী
অপেক্ষা সে করেনা কারো
সময়ের সাথে পাল্লা দিয়ে
ব্যস্ত পথিক বিষণ্ণ মনে।
পথিক বসে অপেক্ষাতে
সুদিন বুঝি এলো দ্বারে
সুদিনের জন্য বসে বসে
অপেক্ষার শুধু প্রহর গুনে।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
খুবই চমৎকার ভাবে আজকের কবিতাটা লিখেছেন। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।
আজকে আপনি বিরহ নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।একাকী প্রহর কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আর বিরহের কবিতার মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে। ধন্যবাদ সুন্দর করে একাকী প্রহর কবিতাটি লিখে শেয়ার করার জন্য।