আমার স্বরচিত আবেগের অনুভূতির কবিতা - " ঝড়ে গেলো ফুলগুলো "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত আবেগের অনুভূতির কবিতাঃ
ইউ টিউব থেকে স্ক্রীন শর্ট
বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রেরণিত হই।
মনটা বেশ কিছুদিন ধরে ভীষণ খারাপ।মন কেন খারাপ তা আপনারা অনেকেই সেই বিষয়টি জানেন।বাংলাদেশে কিছুদিন আগে স্কুলের উপর বড় রকমের এক্সিডেন্ট ঘটে গেলো।যাতে করে অনেক মায়ের বুক খালি হয়ে গেলো।সন্তান স্কুলে দিয়ে এলেও বাসায় আর ফেরত আনতে পারেননি।এ ধরনের ঘটনা এই প্রথম ঘটলো বাংলাদেশে।এই খবরটি দেখে আমি খুবই অসুস্থ হয়ে পরেছি।এতো মায়ের কান্না আমি মেনে নিতে পারিনি।বুকটা ফেটে যাচ্ছিল আমার।খারাপ লাগার কারনে আমি আর খবর দেখতে পারিনি।ছোট ছোট বাচ্চাদের বিবস্ত্র অবস্থা মেনে নিতে পারিনি।একজন শিক্ষিকা মায়ের মতো ছাত্র-ছাত্রীদের কে রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলেন।এই খবরটি দেখে সেই শিক্ষিকার প্রতি রেসপেক্ট চলে আসে।তিনি মহিয়সী নারী। তাকে স্যালুট জানাই।
আজকের কবিতাটি লেখা হয়েছে সেই স্কুলের ছোট ছোট ফুলকে নিয়ে।ফুল গুলো ঝড়ে গেলো অল্প বয়সে।মা-বাবা হারিয়ে ফেললো আদরের সন্তানদের কে।মা বলে আর ডাকবে না আর।স্কুল প্রাঙ্গনে করবে না আর ছোটাছুটি। মনের মাঝে কষ্ট নিয়ে বেঁচে থাকবে প্রতিটি মা-বাবা।সন্তান হারানোর বেদনা খুব কষ্টের।এই কষ্ট কেউ বুঝেনা।যার সন্তান হারিয়ে যায়, সেই কেবল বোঝে। এমন কিছু অনুভূতি নিয়ে আমার আজকের এই কবিতাটি লেখা।কবিতাটির নাম দিলাম -" ঝড়ে গেলো ফুলগুলো"।
আসুন,বন্ধরা কবিতাটি আবৃত্তি করে আসি--
কবিতা- " ঝড়ে গেলো ফুলগুলো "
লেখা - শিমুল আক্তার
ফুল গুলো সব ঝড়ে গেলো
অজানা এক ভুলের দোষে
মা বলে আর ডাকবে না এসে
মুখ লুকাবে না মায়ের কোলে।
মা হারালো আদরের ধন
স্বপ্ন পূরণ হলো না আর
ব্যথা নিয়ে বেঁচে থাকবে
আজীবন মনে দুঃখ সয়ে।
সন্তান হারানোর ব্যথা যে ভীষণ
মনে দেয় দারুন যাতনা
এই কষ্ট যাবে না ভোলা
যতদিন তাদের আছে জীবন।
ছোট ছোট ফুলকলিরা
ঝড়ে গেলো এক নিমিষে
তাদের আত্মার শান্তি চেয়ে
বিশ্ববাসী দোয়া করছে।
সালাম জানাই সেই শিক্ষিকার
নিজের জীবনকে বাজি রেখে
সন্তানতুল্য ছোট যে ফুলগুলোর
জীবন তিনি বাঁচিয়ে গেলেন।
ধন্য ধন্য স্যালুট জানাই
অবদান ছিল মায়ের মতো
ভুলবে না কেউ এই অবদান
শ্রদ্ধা জানায় সারা বিশ্ব।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
.
যে ফুলগুলো ঝড়ে গেল, তারা ছিল আমাদের ভবিষ্যৎ, আমাদের আশার আলো। এই মর্মান্তিক বাস্তবতা আমাদের সবাইকে নাড়া দেয়, কাঁদায়, এবং একটাই প্রার্থনা করতে শেখায়—পরবর্তী প্রজন্ম যেন নিরাপদ থাকে, যেন এমন ভুল আর না ঘটে। তাদের আত্মা শান্তিতে থাকুক, আর আমরা যেন শিখি, জেগে উঠি, এবং আরেকটি প্রাণ হারানোর আগে সচেতন হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছোট বাচ্চাগুলোর সাথে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনাটি সবাইকে কষ্ট দিয়েছে। মনে হলেই মনটা খারাপ হয়ে যায় আপু। আপনি অনেক সুন্দর করে কবিতাটি উপস্থাপন করেছেন আপু।