একগুচ্ছ অনুকবিতা - " সবুজ প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতায় "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো একগুচ্ছ অনুকবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ে কিছু অনুকবিতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ কিছু অনুকবিতার।কবিতা লিখতে সব সময় ই ভালো লাগে।যদিও কবিতা লিখা সহজ বিষয় নয়।তবুও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত লেখার।আপনাদের অনুপ্রেরণা আমাকে কবিতা লেখার প্রতি সব সময় উৎসাহ যোগায়।তাইতো প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে আমি কবিতা কিংবা অনুকবিতা লেখার চেষ্টা করি।
আজকে কিছু অনুকবিতা লিখে শেয়ার করলাম।আশাকরি আজকের অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আজকের অনুকবিতা লেখার বিষয় টি কিন্তু দারুন।হে বন্ধুরা,আজকের অনুকবিতা গুলো প্রকৃতিকে ভালোবেসে লেখা।সবুজ প্রকৃতি ভালোবাসি বলেই বার বার লেখার মাঝে প্রকৃতির সৌন্দর্যের কথা ফুটে উঠে।
আজকের অনুকবিতা গুলোর টাইটেল দিলাম -" সবুজ প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতায় "।আমরা মোটামুটি ভাবে সবাই প্রকৃতিপ্রেমী।এই দেশ সবুজের সৌন্দর্যে ভরপুর।সবুজ প্রকৃতি আমাদের কে দেয় মনের মাঝে সতেজতা।সেই সতেজতা নিয়ে আমরা চির সবুজ হয়ে এই বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বেঁচে থাকি।সেই মুগ্ধতার অনুভূতি নিয়েই আজকে কিছু অনুকবিতা লিখে শেয়ার করলাম। আশাকরি সবাই কবিতা গুলো আবৃত্তি করে কেমন হলো জানাবেন।
আসুন বন্ধুরা,অনুকবিতা গুলো আবৃত্তি করে আসি ---
অনুকবিতা -১
প্রকৃতির মাঝে সুখ খুঁজে পাই
পরশ লাগে স্নিগ্ধ হাওয়ায়
বুক ভরে নেই নিঃশ্বাস আমি
মন ভরে যায় সবুজ মায়ায়।
অনুকবিতা -২
সবুজ অরণ্য স্নিগ্ধ বাতাস
মন মাতিয়ে সতেজ করে
হাসি আনন্দ ভালো লাগা
শস্য শ্যামল এই বাংলার মাঝে
অনুকবিতা -৩
হারিয়ে গিয়ে ও আসি ফিরে
সোনার বাংলার ছায়া তলে
সবুজ প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায়
সতেজ হয়ে উঠি আমি বারে বারে।
অনুকবিতা -৪
ফসলের মাঠ আর সবুজ প্রকৃতি
আমি বড্ড ভালোবাসি
শিস দিয়ে উঠে বনের কোকিল
মিষ্টি মধুর গানের সুরে।
অনুকবিতা -৫
কি দারুন বাংলা আমার
সোনার ফসল মাঠে মাঠে
মুখে হাসি থাকবে সবার
ফসল তোলার আনন্দ নিয়ে।
আজ আর নয়।আশাকরি আজকের অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন অনুকবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | অনুকবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সবুজ প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতা নিয়ে বেশ কয়েকটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা দ্বিতীয় কবিতা টি একটু বেশি ভালো লেগেছে। প্রতিটি কবিতা বেশ দারুন ভাবে লেখার চেষ্টা করেছেন।
অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সবুজ প্রকৃতিকে ঘিরে দারুণ পাঁচটি অনু কবিতা লিখেছেন আপু। আপনি কবিতা গুলোর মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। নিজের মনের ভাবগুলো সুন্দরভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো। অসাধারণ ছিল কবিতার লাইন গুলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
প্রকৃতির সৌন্দর্যকে ঘিরে চমৎকার কয়েকটি অণু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন আবৃতি করে বেশ ভালো লাগলো। প্রকৃতির সৌন্দর্যের কোন শেষ নেই। যতই বলি না কেন তা কম হবে। প্রকৃতির রূপের প্রশংসা সব সময়। এই বরাবর আমাদেরকে মুগ্ধ করে আসছে। কবিতাগুলো সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
https://x.com/shimulakter403/status/1920091033343250717?t=TzMeBKsuT-XfbRbYdm2Vlg&s=19
https://x.com/shimulakter403/status/1920092460627210743?t=c5ZJZtif9aGKcnGvn4SHFQ&s=19
X-promotion