কবিতা – সময়ের স্রোতে বাবা মা
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
এই ভাঙাগড়া জীবনের মাঝেই আমরা দেখি সম্পর্কের রূপান্তর। সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের আচরণ, বদলে যায় ভালোবাসার ধরন। কখনো মনে হয় যা একসময় গভীর ছিল, সেটাই ধীরে ধীরে ফিকে হয়ে যায়। ভালোবাসা, মায়া, টান—সব যেন কমতে থাকে। মানুষের জীবনে বয়স যত বাড়ে ততই অনেক কিছু বদলে যায়। ছোটবেলায় যে সন্তান বাবা মায়ের চোখের মণি হয়ে বড় হয় বয়স বাড়ার সাথে সাথে সেই সম্পর্কের উষ্ণতা অনেক সময় ফিকে হয়ে যায়। একসময় বাবা মাকে ঘিরেই যে ভালোবাসা আর স্বপ্ন গড়ে ওঠে সন্তান বড় হয়ে দায়িত্বের ভিড়ে সেই ভালোবাসাকে ভুলে যায়। বাবা মা তখন অবহেলার বোঝা হয়ে দাঁড়ায়। আজকের কবিতায় সেই কষ্ট আর বাস্তবতার গল্প তুলে ধরলাম।
শিশু বয়সে হাত ধরে হাঁটাতেন বাবা ছোট্ট স্বপ্ন গড়ে তুলতেন তারা ধীরে ধীরে সন্তান বড় হয় কিন্তু চাকরি হাতে আসতেই যে বাবা একদিন না খেয়ে খাইয়েছেন তবুও বাবা মা অপেক্ষায় থাকেন এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
মায়ের কোলেই ছিল পৃথিবীর সব সুখ
কান্না পেলে বুকের ওপর মাথা রাখলেই
জগতের সব দুঃখ মিলিয়ে যেত মুহূর্তে
ঘুম পাড়াতেন লোরি গেয়ে ভালোবাসার সুরে
পেট ভরাতেন না খেয়ে হলেও
সন্তান যেন হাসিমুখে ঘুমাতে পারে
শিক্ষা নেয় স্বপ্ন আঁকে ভবিষ্যতের ছবি
বাবা মায়ের পরিশ্রমে গড়ে ওঠে সে
তাদের ঘামে ভিজে যায় প্রতিটি দিন
টাকার জোরে নতুন পৃথিবী খুঁজে নেয় সে
বাবা মা তখন থেকে যায় দূরে
তাদের কথা শোনার সময় থাকে না কারও
যে মা সারারাত জেগে অসুখে পাশে ছিলেন
তাদের জন্য আজ কেবল অবহেলা
চোখে চোখ রাখা হয় না আর আগে যেমন ছিল
দরজার সামনে দাঁড়িয়ে খুঁজে ফেরেন সন্তানের ছায়া
মনের ভেতর আশা থাকে একদিন হয়তো
সন্তান বুঝবে তাদের ভালোবাসার মূল্য
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 কভার ডিজাইন ক্যানভা অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
বাস্তব কিছু দৃষ্টিভঙ্গি এবং প্রেক্ষাপটকে তুলে ধরেছেন আপনার পোষ্টের মাধ্যমে। আসলেই কিছু কিছু সন্তান রয়েছে যারা চাকরি পাবার পর মা-বাবাকে ভুলে যায় কিন্তু একটা সময় এই মা বাবাই তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য অজস্র পরিশ্রম করেছে এবং খোদার দরবারে প্রার্থনা করেছে। ভালো লাগলো আপনার কবিতা খানা পড়ে।
https://x.com/JannatulF57996/status/1966207815644553253
https://x.com/JannatulF57996/status/1966209268299735495
খুবই সুন্দর হয়েছে আপনার শেয়ার করা এই কবিতা৷ যেভাবে আপনি এখানে এই কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ একইসাথে এখানে বাস্তবতার সাথে মিল রেখে আপনি এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন।