কবিতাঃ প্রেমিকা নদীর মত

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

image.png

লিংক
আজ আমি আবারও আপনাদের সামনে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতা মানে শুধু কিছু শব্দের সমাহার নয়, বরং অনুভূতির গভীরতম প্রকাশ। প্রেমিকাকে নদীর সঙ্গে তুলনা করা আসলে কেবল রূপক নয়, বরং হৃদয়ের অন্তহীন যাত্রার প্রতিচ্ছবি। নদী যেমন তার উৎস থেকে শুরু করে বাঁক পেরিয়ে শেষ পর্যন্ত সমুদ্রে মিশে যায়, তেমনি প্রেমও শুরু হয় এক বিন্দু স্পর্শ থেকে এবং শেষ পর্যন্ত মিশে যায় হৃদয়ের গভীরে। ভালোবাসা কখনো শান্ত নির্মল নদীর মতো, আবার কখনো প্রবল স্রোতের মতো আবেগে ভেসে আসে। কিন্তু যত উত্থান পতনই আসুক, শেষ পর্যন্ত ভালোবাসার নদী মানুষকে তার চিরন্তন গন্তব্যে পৌঁছে দেয়, যেখানে থাকে শান্তি আর সত্যিকারের আশ্রয়। প্রেম আর প্রকৃতির মিলনে যে অনন্য সৌন্দর্য সৃষ্টি হয়, সেই সৌন্দর্যকে ফুটিয়ে তুলতেই আজকের কবিতায় আমি আমার প্রেয়সীকে কল্পনা করেছি নদীর রূপে। যেখানে আছে ঢেউয়ের স্রোত, আছে সৌন্দর্যের মায়া এবং আছে হৃদয়ের গভীর ভালোবাসার চিরন্তন ধারা।

“প্রেমিকা নদীর মত ”
জান্নাতুল ফেরদৌস শেলী

তুমি যেন এক নদী
অন্তহীন স্রোতে বয়ে যাও আমার হৃদয়ের পথে
যেখানে প্রতিটি ঢেউ ছুঁয়ে যায়
আমার অপেক্ষার তীরে নীরবতার সুরে।

তোমার চোখ ঢেউয়ের ঝিলিক
অন্ধকার রাতেও যেন জোনাকির আলো ছড়ায়
কখনো শান্ত, স্বচ্ছ নীল জলের মতো
আবার কখনো ঝড়ো স্রোতে সব ভেঙে দেয়।

তোমার হাসি কাশফুলের দোলা
শরতের বিকেলে হাওয়ায় ভেসে আসে
যেন সাদা মেঘের নৌকা
ধীরে ধীরে চলে যায় নীল আকাশের বুক জুড়ে।

তুমি নদী, আমি সেই তীর
যত দূরেই যাও, আমি অপেক্ষায় থাকি
তোমার প্রত্যাবর্তনের ক্ষুদ্র স্রোতের জন্য।

কখনো মনে হয় তুমি আমার ভেতরে গলে গেছ
যেমন নদী মিশে যায় সমুদ্রের বুকে
তুমি আছো আমার প্রতিটি স্বপ্নে
আমার প্রতিটি নিঃশ্বাসে
অবিরাম, চিরন্তন, অসীম নদীর মতো।

প্রেমিকাকে নদীর সঙ্গে তুলনা করা মানে শুধু রূপক নয়, বরং অনুভূতির গভীর প্রকাশ। ভালোবাসা কখনো শান্ত নদীর মতো, আবার কখনো প্রবল স্রোতের মতো স্রোতে ভেসে আসে। তবুও শেষ পর্যন্ত ভালোবাসার নদীই মানুষকে তার চিরন্তন গন্তব্যে পৌঁছে দেয়, যেখানে থাকে শান্তি, স্থায়িত্ব এবং হৃদয়ের সত্যিকারের আশ্রয়। প্রেম আর প্রকৃতির মিলনে যে অনন্য সৌন্দর্য সৃষ্টি হয়, সেই সৌন্দর্যই আমাদের অনুভূতি এবং হৃদয়ের গভীরতার এক অমোঘ প্রকাশ।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
কভার ডিজাইনপিক্সাবে
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Posted using SteemX

Sort:  
 yesterday 

কবিতা জীবনের কথা বলে। দারুন ভাবে আপনি কবিতা লিখেছেন। আপনার লেখার দক্ষতা অনেক চমৎকার। ধন্যবাদ আপনাকে আপু।