নিঃস্বার্থ ভালোবাসা
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
— ভালোবাসি, তবুও কিছু চাই না তুমি হাসলে, আমি থেমে গেলাম, তুমি কারো আপন হয়ে গেছো জেনেও বন্ধুর মতো থেকেছি কখনো, তুমি কাঁদলে আমি কষ্ট পেতাম, আমি জানতাম, আমার কোনো অধিকার নেই, এই ভালোবাসা ছিল না চাওয়ার, তুমি হয়তো জানবে না কখনো— এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
তুমি যখন প্রথম বার হেঁটে গেলে আমার সামনে দিয়ে,
আমি বুঝে গিয়েছিলাম—তোমাকে ভালোবাসব,
যতটা পারি, যতটা সম্ভব…
হয়তো তুমি কখনোই জানতে পারবে না।
মনে হলো—এই হাসি যেন আমার দুনিয়ার আলো।
আমি দূর থেকে দেখতাম,
তুমি কারো সাথে গল্প করো, হাসো, পথ চলো…
আর আমার ভেতরটা নিঃশব্দে কেঁদে উঠতো,
তবুও মন বলতো—সে যেন সবসময় হাসে, সবসময় ভালো থাকে।
আমার ভালোবাসা একটুও কমেনি,
আমি তোমার পাশে কিছু চাইনি,
শুধু তোমার সুখে নিজের সুখ খুঁজে নিয়েছি।
আবার অচেনা পথচারীর মতোও—
কখনো খুব কাছের, কখনো অনেক দূরের…
কিন্তু ভালোবাসা ছিলো প্রতিটা মুহূর্তে,
যা তোমার চোখে পড়েনি কোনোদিন।
তুমি আনন্দে থাকলে আমারও মুখে হাসি ফুটতো।
তোমার একটা ছবিতে পুরো দিন কেটে যেত,
তোমার একটিমাত্র মেসেজে রাতে ঘুম হতো না—
আনন্দে চোখ ভিজে যেত নিঃশব্দে।
তোমার কোনো কিছু দাবি করার সাহসও ছিল না।
তবুও মনে মনে দোয়া করেছি—
যেন তোমার জীবন হয় রঙে ভরা, হাসিতে ভরা।
ছিল শুধু দেওয়ার, আগলে রাখার।
তোমাকে দেখেছি দূর থেকে,
ভালোবেসেছি চুপচাপ, নিঃশব্দে।
কারো একজন ছিল, যে শুধু তোমাকেই ভালোবেসেছিল,
তোমার হাসি-আশা-ভবিষ্যতের জন্য
নিজেকে ভুলে গিয়েছিল!
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 কভার ডিজাইন ক্যানভা অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1952430736012693889
https://x.com/JannatulF57996/status/1952431908866204059
https://x.com/JannatulF57996/status/1952432627769802971