"তুমি ছাড়া কেও না" 💌
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
পৃথিবীর আলোটা আজ কেমন যেন তোমার মতই, তুমি না দেখলেই, তুমি পাশে না থাকলে, তোমার কথা ভেবেই কাটে আমার সারাদিন, আমি চেয়েছি তোমার ভালো হোক, তোমাকে যে ভালোবাসি, তা আমি শুধু বলি না— এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জান্নাতুল ফেরদৌস শেলী
স্নিগ্ধ, শান্ত, অথচ চোখে আগুন জ্বালায়।
আমি বলব না ভালোবাসি—
আমি বলি, তুমি আমার নিঃশ্বাসে থাকো,
তোমার নামই আমার বুকের স্পন্দন।
মনটা হঠাৎ করেই ছটফট করে,
যেন কেউ বুকে পাথর চেপে বসেছে।
তোমার মুখ না দেখলে,
এই চোখ আর কিছুই দেখতে চায় না।
আমার শরীর কাঁপে— ভয় নয়, ভালোবাসার জোয়ারে।
তোমার স্পর্শ না পেলে,
আমার মনটাও অভিমান করে দিনের শেষে।
তুমি হাসলে, আমিও হেসে উঠি—
আর তুমি কাঁদলে, আমি ভেঙে পড়ি তার চেয়েও বেশি।
তোমার দুঃখ যেন আমার হৃদয়ের যন্ত্রণা হয়ে ওঠে।
সব সময়, সব কিছুতে—
যতদিন আমি বাঁচি, ততদিন তোমার জন্য দোয়া করি।
আমি প্রতিদিন অনুভব করি।
আর আমি জানি,
এই দুনিয়ায় আমার মতো করে কেউ
তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না।
ক্যামেরা Redmi note 9 ক্যামেরা.মডেল note9 কভার ডিজাইন ক্যানভা অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/JannatulF57996/status/1950624467396501924
https://x.com/JannatulF57996/status/1950626265905725534
আপনার শেয়ার করা আজকের এই কবিতা একেবারে অসাধারণ হয়েছে৷ সব সময় আপনার কাছ থেকে চমৎকার কিছু কবিতা পড়ে থাকি৷ আজকেও যেভাবে আপনি এত চমৎকার একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে আরো অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে কবিতার লাইনের সামঞ্জস্যতা বজায় রেখেছেন৷ এখানে কবিতার মধ্যে আপনি ছন্দে ছন্দে সবকিছু খুব সুন্দর ভাবে মিল রেখেছেন৷ যা পড়ে অনেক বেশি ভালো লাগছে ৷
ধন্যবাদ ভাইয়া।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা তুমি ছাড়া কেও না কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে প্রিয় মানুষের ভালোবাসা আমরা সবাই চাই। তবে আপনি সুন্দর ভালোবাসা দিয়ে কবিতাটি লিখে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।