স্বরচিত স্মৃতিচারণমূলক কবিতা || জীবন খাতার সোনালী অধ্যায়
কবিতা
এখনো ভালবাসে তোমায়।
গেঁথে দিবে মালা তাই কুড়িয়েছিলে বকুল ফুল
হয়তো সেই মালার কথা মনে নাই।
এখনো কি টুনটুনি পাখিটা বকুল গাছ থেকে বারান্দায়
ছুটে আসে এক পলক দেখতে তোমায়?
পড়ন্ত বিকেলের একফালি সূর্যের আলো
দেখা করে কি তোমার জানালায়?
হৃদয় মাঝে লুকিয়ে থাকা অব্যক্ত কথাগুলো
ফিরে যায় নিরাসায়।
মনের মধ্যে জমে থাকা না বলা কত কথা
দিনশেষে আধারে হারায়।
এখনো ধ্বনিত হয় তোমার পায়ের নুপুর
নির্জন একাকিত্বের সময়।
চিরো চেনা সেই মায়াবী সুরের মন ভোলানো নূপুরটা
না জানি পড়ে আছে কোন অবহেলায়।
এখনো কি আমার দেখা পেলে করবে পাগলামি?
আমার অনুভূতিটা কি হবে সঠিক জানা নাই।
তোমার দেওয়া সেই ছোট্ট উপহার যেন কি ছিল
উপহার মনে না থাকলেও স্মৃতি ভুলি নাই।
মনে হয় শিমুল গাছের সেই একজোড়া ঘুঘু পাখি
এখনো বসে আছে বসন্তের আশায়।
চোখ বুঝলে অনুভবে এখনো তোমায় খুজে পাই
বসে আছো কাঠের চেয়ারে বারান্দায়।
চোখেরও দৃষ্টি দিয়ে দেখেছিলে আমায়
দিয়েছিলে অন্তরে ঠাই।
তাইতো ভুলতে গিয়েও ভুলতে পারিনা সোনালী অধ্যায়
বারবার মনে পড়ে যায়।
সমা প্ত |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
ভাইয়া খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।জীবন খাতার সোনালী অধ্যায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে জীবনে অনেক স্মৃতি আছে অনেক সময় মনে পড়ে যায়। চাইলেও ওই স্মৃতিগুলো ভুলা যায় না। সত্যি চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি
সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ