স্বরচিত অনুভূতিমূলক কবিতা || অবুঝ প্রেম
আজ - বুধবার
আসসালামু আলাইকুম
কবিতা
তবে কার কি আসে যায়।
কাঁদবে না কেউ আমার জন্য
নির্জন কোন নিরালায়।
ভাববে না আমায় নিয়ে
কষ্ট মাখা মনে।
আমিও ছিলাম আপন হয়ে
তার রঙিন জীবনে।
জানবেনা কেউ
কোন আঘাত নিয়ে।
চির বিদায়ের মতো
পাড়ি দিলাম পরপারে।
কারে চেয়েছিলাম
চিরসঙ্গী মত।
কতদিন থেকে ছিলাম
প্রেম অনাহারে।
কত ছিল মনের চাওয়া পাওয়া
প্রিয় মানুষটাকে ঘিরে।
কতটা বুঝলো আমার মনের কথা
না বুঝে কতটা কাদালো আমারে।
যাচ্ছে তো রাতদিন নিদ্রা বিহীন
কাটছে প্রেম অনাহারে।
কেমন করে বোঝাই তারে
কতটা মিস করি যারে।
বোঝেনা সে অবুঝ পাখি
বোঝেনা আমার মন।
নানান বাহানায় দুর দিগন্তে
থাকে সারাটি ক্ষণ।
মনের মানুষ মনের ঘরে
থাকতে হয় বন্দী।
ভালোবাসার আলিঙ্গনে
করতে হয় প্রেমের সন্ধি।
দূরে দূরে থেকে যদি
পরপারে চলে যেতে হয়।
হৃদয় মাঝে জমানো প্রেমের
হবে না কোন ক্ষয়।
থেকে যাবে শুধু মনের আফসোস
ভালোবেসেছিলাম কত তারে।
মনের আশা মিটলো না তবু
চলে গেলাম পরপারে।
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
22-01-25
অনেক সুন্দর বলেছেন ভাই ভালোবেসে মনের মানুষ যদি না থাকে তাহলে সেই ভালোবাসা নিরর্থক। আপনার স্বরচিত কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে
জীবনটা এমনই যাকে বেশি বিশ্বাস করবেন যাকে বেশি পছন্দ করবেন সে আঘাত বেশি দেয়। কিন্তু মন তো মানে না সেই প্রিয়জনের জন্য সব সময় অস্থিরতা কাজ করে। খুব সুন্দর একটি কবিতা লিখলেন আপনি অবুঝ মন নিয়ে। কবিতার লাইনগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখলেন আপনি।
ঠিক ধরেছেন
আপনার উপরের ওই ছবিটা দেখে আমার সেই দিন পার্ক ভ্রমণের কথা মনে পড়ে গেল। সেদিন খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম। না বলা ভালোবাসা যদি পূর্ণতা পাই তাহলে সত্যি অনেক ভালো লাগে। আপনি দারুন কবিতা লিখেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো । শেয়ার করার জন্য ধন্যবাদ।
ও আচ্ছা আচ্ছা
খুব চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো পড়তে ভালোই লাগে। আজকের কবিতাটাও দারুন ছিল। কবিতার বিষয়বস্তু টাও খুব সুন্দর। পুরো কবিতাটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
ভালো লাগে জেনে খুশি হলাম আপু।
অসাধারণ কবিতা উপহার দিলেন ভাই। অবুঝ প্রেমের অনুভূতিমূলক কবিতার লাইনগুলো পড়তেই মন চায়। আপনার কবিতার প্রতিটি লাইন ছন্দ মিলে উপস্থাপনা করেছেন। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে অস্থিরতা কাজ করে। ফলে একাকীত্ব কেটে যায় জীবন।
প্রশংসা করার জন্য ধন্যবাদ
আপনার লেখা কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখে শেয়ার করলেন।
ধন্যবাদ ভাই