স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা || বেদনা ভরা মৌনতা

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG_20221026_131105183_0001_COVER_1.jpg

Selfie device: Infinix hot 11s


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আবারো আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম পূর্ব দিনের মতো বিরহ বেদনাময় একটি কবিরা নিয়ে। আশা করি আমার এই কবিতাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে এখনি কবিতাটি একাধিকবার আবৃত্তি করে ফেলি।

কবিতা

নাম: বেদনা ভরা মৌনতা

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


পথ ভূলো একটি তুলো

উড়তে দেখেছি হাওয়ায়।
ঘুরেছি আমি পাগলের মত
তোমার চলে যাওয়ায়।

জানিনা সে তুলার মাঝে
দুঃখ বেদনা কত
তোমায় ভালোবেসে হৃদয়ে আমার
দুঃখ হাজারো শত শত।

তুমি যখন কাছে এসে
বাড়িয়ে দিতে হাত
ভালোবাসার রঙিন অনুভবে
কাটতো সুদিন রাত।

আসেনা সেই শুভ লগন
চলতি এই দিনে
কেন হলে দূরের মানুষ
জানিনা কোন অভিমানে।

অভিমান কি শুধু তোমারই ছিল
আমার মধ্যে নাই
শত বেদনা ভুলের মাঝেও
তোমাকে শুধু চাই।

ভালোবাসার বহিঃপ্রকাশ
দেখাতে পারিনি আমি
বুকটা চিরে দেখে যাও প্রিয়া
এ মনের রাজরানী।

প্রেমের কাঙ্গাল বানিয়েছ তুমি
প্রেম নিবেদন করে।
ফাগুন বেলায় কেন বোকার মত
যাও দূরে সরে।

মন যখন প্রেমে উতোলা
চাই যে শুধু তোমায়
চলে গেছ আজ বহুদূরে
রেখে গেছো দূর সময়।

দক্ষিণা হাওয়া মনের মধ্যে
কেঁদে কেঁদে মরে
হৃদয় মাঝে প্রেম যেন আজ
শিমুলের তুলোর মতো উড়ে।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ফাগুনের দিনে দখিনা হাওয়ায় যেমন শিমুল গাছের তুলো উড়ে চলে বাতাসে। ঠিক তেমনি কবির বিরহ মৌনতা নিয়ে ছুটে চলা প্রিয়জনের সন্ধানে। কেউ বলতে পারেনা শিমুলের ফুল কোথা থেকে উড়ে এসে কোন দিকে ছুটে চলেছে আবার কোথায় যেয়ে থামবে। ঠিক প্রিয়জন যখন ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে কোথাও হারিয়ে যায়, তখন ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়ায় পাগলের মত, উড়ে যাওয়া শিমুল ফুলের তুলোর মতো গন্তব্যহীন ভাবে। যেন মনের মধ্যে ফাগুন মাস থাকা সত্ত্বেও প্রয়োজন পাশে না থাকায় তা হয়ে গেছে নিরর্থ। ফাগুনের দোখিনা হাওয়া থাকলেও যেন মনের মধ্যে তা প্রবেশ করে না প্রিয়জন দূরে থাকায়। তাইতো আজ উদাসীন মৌনতা যেন খুঁজে ফিরে সারাক্ষণ তবে।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png