স্বরচিত প্রাকৃতিক অনুভূতিমূলক কবিতা 'পাখিদের চলাচল'
আজ - বুধবার
নিজের তোলা ছবি,এডিট ultimate photo mixer দিয়ে।
আপনারা কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো রয়েছি। আজকে পূর্ব দিনের ন্যায় উপস্থিত হয়ে গেলাম সুন্দর একটি কবিতা নিয়ে। আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে আমার এই কবিতাটি আবৃত্তি করতে। তাই চলুন দেরি না করে এখনি কবিতাটি মনোযোগ সহকারে আবৃত্তি করি। |
---|
কবিতা
উড়ে যেতে কত পাখি।
পাখা মেলিয়া নীরবে হেলিয়া
কোন দিকে রেখেছে তারা আঁখি।
আফসোস হয় মনে কেন নির্জনে
চেয়ে থাকতে হয় তাদের দিকে।
পাখা নেই তাই মন উড়ে যায়
ভালবাসার মানুষের পানে।
রাত পোহালে মানুষ যেমন
ছুটে চলে কর্মস্থলে।
পাখিরাও কি ছুটে চলে
নিজেদের খাদ্য সঞ্চারের জন্য।
নাকি এই ছুটে চলা তাদের
অন্য কারনের জন্য।
আবারো চেয়ে দেখি উড়ে চলা এক পাখি
কোন টানে নিরালায় কোথায় রেখেছে আঁখি।
চেয়ে দেখি তার পানে কোথায় উড়ে যায়
একদিক থেকে আরেক দিকে ছুটে চলে যায়।
সন্ধান করিলাম আরো কিছু দূর
দুইটি পাখি গাইছে নিরবে কি মায়াবী সুর।
দেখিলাম তাদের পাশাপাশি বসা
দুই সুরে গেয়ে চলছে একটি ভাষা।
হয়তো এ ভাষার মাঝে রয়েছে প্রেম নিবেদন
প্রিয়জনকে কাছে পেয়ে আনন্দে তাদের মন।
কতজন ভালবাসে মনের মত করে
বলতে পারেনা ভাষায় বোঝায় অকথ্য সুরে।
সমা প্ত |
---|
অত্যন্ত সাবলীল ভাষায় লেখা চমৎকার একটি কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে পাখিরা তাদের নিজস্ব ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। এবং তাদের ডানার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসেই উড়ে বেড়ায়।
হ্যাঁ পাখি উড়তে পারে কিন্তু আমরা পারি না এটাই আমাদের বড় পার্থক্য
খুবই সুন্দর একটা কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। এরকম সুন্দর একটা কবিতা আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ অসাধারণ ভাবে আপনি এই কবিতাটি তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ এই কবিতা পড়ার পর পাখিদের প্রতি ভালোবাসা আমার অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল৷
কবিতাটা আপনার ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম
আপনার কবিতা পড়ে বুঝতে পেরেছি পাখিদের নিয়ে আপনার ভাবনা অফুরন্ত। কারণ মানুষ সকাল হলে কাজের সন্ধানে ছুটে বেড়ায় এবং মানুষ তা খাবারের সন্ধানে ছুটে।
তবে মানুষ বন্দী থাকলেও পাখিরা কিন্তু মুক্ত আকাশে শুধুমাত্র তাদের সাথীদের পাশে পেলে ভালোবাসা বিনিময় করে।
আপনার চমৎকার কল্পনাকে সাধুবাদ জানাই
হ্যাঁ ভাই মাঝে মধ্যে সবকিছু নিয়ে ভাবতে হয়
পাখিদের চলাফেরা এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো খুবই ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম
আপনি অনেক সুন্দর এবং অনুভূতিমূলক একটা কবিতা লিখেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে পড়তে। পাখিদের চলাচল কবিতাটা অনেক সুন্দর হয়েছে। কবিতার লাইনগুলো ও জাস্ট অসাধারণ ছিল। আসলে পাখিরা মুক্ত আকাশে উড়ে বেড়ায় এবং ভোর হলে তারা তাদের লক্ষ্যের দিকে ছুটে বেড়ায়। এদিক সেদিক ছুটে চলে এ প্রান্ত থেকে ওই প্রান্তে। প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন দেখে ভালো লেগেছে পড়তে।
হ্যাঁ ভাই একদম ঠিক কথা বলেছেন আপনি
আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন, যেগুলো আমার খুব ভালো লাগে। আজকেও আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনি পাখিদের অনেক কিছুই তুলে ধরেছেন এই কবিতার মধ্যে যেটা অনেক দারুন ছিল। আসলে পাখিরা অনেক কিছুর সন্ধানেই ছোটাছুটি করে এবং উড়ে বেড়ায়। ধন্যবাদ এত সুন্দর একটা টপিক তুলে ধরে পুরো কবিতাটা লিখার জন্য।
পাখিদের নিয়ে কিছুটা ভাবতে গিয়ে সুন্দর কবিতা লিখে ফেললাম আর কি
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। মানুষের জীবনের সাথে পাখিদের জীবনের মিল অমিল গুলো তুলে ধরেছেন। কবিতার প্রতিটি লাইন বাস্তবের সাথে মিল রয়েছে। পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে। সুন্দরভাবে সাজিয়েছেন কবিতার প্রতিটি লাইন। নামটাও বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আপনার ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি আপু।